'BJP-র ভয়ে বাংলাকে দেশছাড়া করতে চান', মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপের

  • রবিবার সাতসকালে চা চক্রতে যোগ দিলেন দিলীপ ঘোষ।
  •  সেখান থেকেই  'মমতা বন্দ্য়োপাধ্যায়' তোপ দিলেন তিনি 
  •  '৫০ শতাংশ কাজ প্রায় শেষ', সিএএ নিয়ে দাবি দিলীপের
  • 'মরতে ভয় পাই না আমরা' কোভিড নিয়ে অভয় সভাপতির


রবিবার সাতসকালে চা চক্রতে যোগ দিলেন দিলীপ ঘোষ।  'মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলাকে দেশের বাইরে নিয়ে যেতে যায়, এরা বিজেপিকে ভয় পাচ্ছেন,' দমদম সাউথ সিঁথিতে চা চক্রতে যোগ দিয়ে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিএএ নিয়ে কী বললেন দিলীপ
 
 ' প্রাদেশিকতার কথা আওড়ে' শিবসেনা এবং মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে দিলীপ বলেন  'মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলাকে দেশের বাইরে নিয়ে যেতে যায়।'  দিলীপ আরও বলেন, এরা আজকে বিজেপিকে ভয় পাচ্ছেন। কারণ বিজেপি 'সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস', সারা দেশকে এক মনে করে। জম্মু-কাশ্মীর থেকে কন্য়াকুমারি, গুজরাট থেকে গুয়াহাটি সর্বোত্র আজ বিজেপি আছে। আজ দেশ সবচেয়ে বেশি সংগঠিত-সুরক্ষিত। এবং সিএএ নিয়ে বলেন, বিজেপি কথা দিয়েছে, আইন তৈরি করেছে। কোভিডের কারণে এটা আটকে ছিল। এর ৫০ শতাংশ কাজ প্রায় হয়ে গেছে। বাকিটা সরকার, ভোটের আগে বা পরে করবে।' 

Latest Videos

'এই ভাইরাসকে আমরা কবজা করেছি'

অপরদিকে মজা করে বলেন, এই আমরা এই মুহূর্তে কেউ মাস্ক পরিনি। আমরা ভারতীয়রা অনেক বড় বড় যুদ্ধ জিতেছি। অনেক বিদেশী শক্তির সঙ্গে লড়াই করেছে দেশের লোকেরা, তাই আমদের কিছু হয় না। তিনি ইউরোপের কথা মনে করিয়ে বলেন, মহামারির জন্য ব্রিটেনে ফের লকডাউন, শুরু হতে পারে আমেরিকাতেও। কিন্তু ভারতের মানুষের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। তাই এই ভাইরাসকে আমরা কবজা করেছি, মরতে ভয় পাই না আমরা।' এবং শেষ অবধি তিনি বলেন যে পরিবার এবং সমাজের জন্যআমাদের তবুও সবাই সাবধান থাকতে হবে।'

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল