কবে শপথ নেবেন বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী, দিনক্ষণ জানিয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী

  • ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ
  • রাজ্য জুড়ে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি
  • পুরুলিয়ায় বুধবার সভা করেন নিতিন গড়করি
  • রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা
     

'নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কারেন্ট লাগবে ২ ফুট উপরে উড়ে যাবে। তারপর বাংলায় উন্নয়নের বাতি সকলের ঘরে ঘরে জ্বলে উঠবে।' পুরুলিয়ার কোটশিলার জিউদারু ময়দানে বিজেপির আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। লোকসভা ভোটের থেকেও বিধানসবা ভোটে পুরুলিয়ায় বিজেপির ফল ভালো হবে বলে জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।

Latest Videos

নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও, জেলায় জেলায় জনসভা, রোড শো শুরু করে দিয়েছেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বুধবার পুরুলিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র, মন্ত্রী অর্জুন মুন্ডা, সাংসদ সুনীল মণ্ডল, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই নিতিন গড়করি কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন । পাশাপাশি তিনি বলেন,'বাংলায় ২ মে পরিবর্তন হবে। পদ্মফুল জিতবে। বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পাবে। ৩ মে নেতা মনোনীত হয়ে যাবে। আর ৪মে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে বিজেপি। এটা কেউ আটকাতে পারবে না'

এছাড়া রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরও সমালোচনা করেন নিতিন গড়করি। তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,'বাংলার মানুষ আজ দুঃখিত,কৃষক মজদুর আজ দুঃখিত, বেকার সমস্যা বেড়ে চলেছে বাংলায় । তাই বাংলায় এবার পরিবর্তন দরকার। আমরা জাতি-ধর্ম-বর্ণের রাজনীতি করি না । আমরা দেশের মানুষের উন্নয়ন করতে চাই। বিগত ৫০ বছরে বাংলায় যে উন্নয়ন হয়নি, ক্ষমতায় এলে ৫ বছরে বিজেপি তা করে দেখাবে।' বাংলায় বিজেপি সরকার গঠনের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী নিতিন গড়করি।


 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News