২ কেজি ওজনের রুপোর মুকুট পরে মিলনমেলায় অনুব্রত, দেখে থেমে থাকতে পারেননি দিলীপ

  • মিলন মেলায় গিয়েছিলেন  অনুব্রত মন্ডল 
  •  সেখানে গিয়ে রুপোর মুকুট উপহার পান তিনি 
  • ২ কেজির রুপোর মুকুট পরে তিনি সেখানে বসে থাকেন
  • এরপরেই অনুব্রতকে দেন খোঁচা বিজেপির রাজ্য সভাপতি

শনিবার সাত সকালেই অনুব্রতকে খোঁচা দিলীপের।  বর্ষবরণের সঙ্গে সঙ্গে বিজেপিতে মুকুটে নতুন পালক এখন শুভেন্দুর ভাই সৌম্য়েন্দু অধিকারী এবং একাধিক কাউন্সিলর। এ নিয়ে রীতিমতো চাপে তৃণমূলের শিবির। এমন সময় রুপোর মুকুট পরা নিয়ে অনুব্রত মন্ডলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। 

 প্রসঙ্গত বীরভূমের নানুরে মিলন মেলায় গিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। ওই মেলার উদ্যোক্তা তৃণমূল নেতাকে ২ কেজি ওজনের রুপোর মুকুট উপহার রূপে পরিয়ে দেওয়া হয়। ওই মুকুট মাথায় নিয়ে বসে থাকতে দেখা যায় অনুব্রত মন্ডলকে। এই ফের শিরোণামে অনুব্র্রত। শনিবার সেই প্রসঙ্গেই সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর পর দিলেন খোঁচা অনুব্রতকে। বললেন, অনেকে ধরে নিয়েছেন, আর তো রাজা বা মন্ত্রী হওয়া হবে না, তাই কেউ কেউ মুকুট পরছেন। 

Latest Videos

অপরদিকে, শুক্রবার মিলনমেলায় যোগ দিয়েই নাম না করে বিজেপিকে ঠুকেছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। গেরুয়া শিবিরকে বাংলার বাইরে বের করে দেবেন বলে নিদান দিয়েছিলেন তিনি। কিন্তু রাত পেরোতে না পেরোতেই উল্টে খোঁচা খেতে হল অনুব্রতকে।

Share this article
click me!

Latest Videos

কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা Chinsurah | Hooghly News Today
কল্পতরু উৎসবে Dakshineswar-এ উপচে পড়া শরণার্থীদের ভিড়! জোরালো হয়েছে পুলিশি নিরাপত্তা
ভাঙড়ে তুলকালাম! কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল | Bhangar News Today | Arabul Islam News
#shorts : 'জীবন দিয়ে দেবো, তবুও TMC-তে যাব না' | Rekha Patra #shortsvideo #shortsfeed #shortsviral