ভোট পরবর্তী সন্ত্রাস, অভিনব কায়দায় মাইকে প্রচার করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা বীরভূমে

  • ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ 
  • বীরভূমে বিজেপি ছাড়ার হিড়িক 
  • মাইকে প্রচার করে দল ছড়ার কথা ঘোষণা 
  • অভিযোগ মানতে নারাজ তৃণমূল 

Asianet News Bangla | Published : Jun 8, 2021 2:24 PM IST / Updated: Jun 08 2021, 08:47 PM IST

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যদিও তাতে তেমন আমল দিতে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । কিন্তু মঙ্গলবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে যা হল তাতে আরও এবার অভিযোগ উঠল রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে। তৃণমূল ও পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে বীরভূমের লাভপুরে মাইকে ঘোষণা করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ ভোট পরবর্তী হিংসা, পুলিশ আর শাসকদলের জুলুমের কারণে অধিকাংশ বিজেপি নেতারই মোবাইল বন্ধ। তাই বাধ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁরা মাইকে প্রচার করেই দল ছাড়ার কথা ঘোষণা করলেন। 

মঙ্গলবার সকালে এলাকার বাজারে কয়েকজন কিশোর ও তরুণ একটি টোটোতে বিজেপির পতাকা ঝুলিয়ে মাইক নিয়ে বের হয়। তাদের হাতে থাকা একটি কাগজ লেখা দেখে তারা মাইকে বলতে থাকে, “আমরা লাভপুর বিধানসভার বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমরা বিজেপি কর্মীবৃন্দ ২০২১ সালে উন্নয়ন নিয়ে মিথ্যা প্রচার করে গ্রামে উত্তেজনা ও গণ্ডগোলের সৃষ্টি করেছিলাম। এই মিথ্যা প্রচার করার জন্য ক্ষমা চাইছি। শপথ করছি ভবিষ্যতে এই মিথ্যা অপপ্রচার আর করব না। গ্রামবাসীদের কাছে ভুল শিকার করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সঙ্গে বিধায়কেরে কাছে অনুরোধ আমরা যেন মা মাটি মানুষের সরকারের উন্নয়নের সঙ্গে থেকে কাজ করতে পারি এবং তৃণমূলে যোগদান করতে পারি। জয় বাংলা। মা মাটি মানুষ জিন্দাবাদ”।

Latest Videos

এই প্রচার মাইক গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালায়। যদিও কারা বিজেপি ছেড়ে তৃণমূলে জিগদান করছেন তা মাইকে বলা হয়নি। এনিয়ে এলাকার বিজেপি নেতাদের ফোনে করলে দেখা যায় অধিকাংশ নেতার ফোন বন্ধ। একজনকে ফোনে পাওয়া গেলেও তিনি নাম প্রকাশ করা যাবে না শর্তে বলেন, “লাভপুর বিধানসভা এলাকায় তৃণমূল এবং পুলিশ মিলে যৌথ সন্ত্রাস চলছে। পুলিশ নেতাদের ফোন করে খুনের হুমকি দিচ্ছে। এমনকি ওই খুনের সঙ্গে বিজেপি নেতাদের নাম জড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে।

এদিন দুপুরে লাভপুর থানার ওসি পার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যান দলের জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একটি প্রতিনিধি দল। কিন্তু ওই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি ওসি কিংবা নিদান পক্ষ কোন অফিসার। ধ্রুব সাহা বলেন, “লাভপুর বিধানসভা এলাকায় গণতন্ত্র বলে কিছু নেই। আমাদের নেতা কর্মীরা ভয়ে মোবাইল বন্ধ করে রেখেছে। কারও বাড়ি আমরা যেতে পারছি না। কারণ কারও বাড়ি গেলে রাতে তাদের তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে। আমরা থানায় গেলাম। কিন্তু কোনও রকম সহযোগিতা করেনি পুলিশ। আমরা কোন রাজ্যে বসবাস করছি বুঝতে পারছি না। বিষয়টি রাজ্যে জানাব। যারা দল ছাড়ার কথা মাইকিং করে বলছে তারা দিন দুয়েক আগেই আমাদের হাত ধরে গ্রামে ফিরেছে। এখন তৃণমূলের অত্যাচারে বাধ্য হয়ে মাইকিং করে দল ছাড়ার কথা ঘোষণা করছে”।এব্যাপারে লাভপুরের বিধায়ক অভিজিৎ রায় ওরফে রানা সিংহকে ফোন করা হলে তিনি হ্যালো হ্যালো বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News