শাহকে স্বাগত জানাতে তৈরী বোলপুর,মধ্যাহ্নভোজের জন্য এলাহি আয়োজন বাসুদেবের বাড়িতে

Published : Dec 20, 2020, 01:11 PM ISTUpdated : Dec 20, 2020, 01:15 PM IST
শাহকে স্বাগত জানাতে তৈরী বোলপুর,মধ্যাহ্নভোজের জন্য এলাহি আয়োজন বাসুদেবের বাড়িতে

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরী বোলপুর    সঙ্গীতভবনে গান শুনলেন অমিত শাহ একটু পরেই তিনি বাংলাদেশ ভবনে যাবেন তিনি  মধ্যাহ্নভোজের জন্য এলাহি আয়োজন বাসুদেবের বাড়িতে

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে তৈরী বোলপুর। এই মুহূর্তে তিনি বিশ্বভারতীর উপাসনা গৃহ ঘুরে দেখলেন। তারপর গান শুনলেন সঙ্গীতভবনে। একটু পরেই তিনি বাংলাদেশ ভবনে যাবেন তিনি। ওদিকে  বোলপুরের রাস্তায় শাড়ি পড়ে মাথায় ফুলের গোঁজা এবং দলীয় পতাকা নিয়ে স্বাগত জানাতে হাজির হয়েছেন সারি সারি মহিলারা।

প্রসঙ্গত, রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিনে বোলপুরে অমিত শাহ। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ অবধি সেখানে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রীর।এরপর বীরভূমের পারুলডাঙায় মধ্যাহ্নভোজ সারবেন শাহ। খেয়ে উঠেই রওনা দেবেন রোড শ্যো উপলক্ষে দুপুর ২ টা থেকে ৪ টা অবধি  হনুমান মন্দির স্টেডিয়াম থেকে বোলপুর চৌরাস্তার উদ্দেশ্যে। এরপরে ৪ টে ৪৫ নাগাত মোহরকুঠিতে সাংবাদিক সম্মেলন। 

 

 

রবিবার দুপুরে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এলাহি আয়োজন করা হয়েছে বাসুদেব দাসের বাড়িতে। সকাল থেকেই শুরু হয়েছে গিয়েছে রান্না। মেনু থাকছে ভাত, মুগডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, পায়েস, চাটনি, মিষ্টি।
 

PREV
click me!

Recommended Stories

Nipah Virus: বাংলায় নিপা আতঙ্ক নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডার! দেখুন কী বলছেন
ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা BJP রাজ্য সভাপতি শমীকের, কী দাবি?