রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের, দ্রুত সারতে হবে পুরসভা ভোটের প্রস্তুতি

  • বিধানসভা ভোটকে ঘিরে চড়ছে পারদ
  • এর মাঝেই পুরভোট নিয়ে কড়া হাইকোর্ট
  • দ্রুত পুরভোটের প্রস্তুতি সারার নির্দেশ
  • নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
     

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র প্রতিদিন চড়ছে রাজ্য রাজনীতির পারদ। নির্বাচনের আগে দলের ভাঙন রোধ ও একইসঙ্গে ভোটের প্রস্তুতি রীতিমত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে শাসক দলের কাছে। বিধানসভা ভোটকেই পাখির চোখ করেছিল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিততে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল পুরভোট নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তে। রাজ্যের ১১২টি পুরসভার ভোট করার জন্য প্রস্তুতি দ্রুত সারার নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ। 

রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে দীর্ঘ দিন ধরে নির্বাচন করার দাবি জানাচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু সব জায়গাতেই প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে শাসক দল। রাজ্যের ১১২টি পুরসভায় এই কায়দাতেই পুরবোর্ড চালানো হচ্ছে। যার ফলে স্বাভাবিক পরিষেবা স্থানীয় পুরসভা এলাকার মানুষ সঠিকভাবে পাচ্ছে না বলেই অভিযোগ।  সেই কারণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি শুধু হাওড়া পুরসভার নির্বাচনের দাবি জানিয়ে জেলা সিপিএমের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালের ১০ ডিসেম্বর।

Latest Videos

এই মামলাগুলির প্রেক্ষিতেই খুব কড়া অবস্থান নেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ। আদলতের তরফে খঠোরভাবে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, পুরভোটের প্রস্তুতিতে যাবতী কাজ খতিয়ে দেখে তা দ্রুত শেষ করতে হবে। যদিও এই পুরসভার তালিকায় নেই কলকাতা পুরসভা। কারণ কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই মামলা চলছে শাসক দলের। এবার দেখার বিষয় বিধানসভা ভোটের আবহে পুরভোট নিয়ে কি সিদ্ধান্ত নেয় রাজ্যসরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News