অবশেষে রহস্যভেদ, জানা গেল বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম

Published : Jan 12, 2021, 02:23 PM IST
অবশেষে রহস্যভেদ, জানা গেল বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম

সংক্ষিপ্ত

বিধানসভা নির্বাচনকে ঘিরে চড়ছে পারদ বিজেপির মুখ্যমন্ত্রী কে তা নিয়ে চলছে জল্পনা তালিকায় নাম উঠে আসছে একাধিক ব্যক্তির  এরইমধ্যে রহস্যভেদ করে প্রকাশ্যে এল নাম

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? এই নিয়ে দীর্ঘ দিন ধরেই চলছে জল্পনা। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে একাধিকবার আক্রমণ শানানো হয়েছে যে, একাধিক ব্যক্তির নাম রয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। কখনও শোনা গেছে মুকুল রায়ের নাম, দিলীপ ঘোষ, কখনও আবার কৈলাস বিজয়বর্গীয়র নাম। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের র উঠে এসেছে তার নামও। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিজেপির মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে পাকাপাকিভাবে এখনই কিছুই জানানো হয়নি পদ্ম শিবিরের তরফে।

এই জল্পনার মধ্যেই অবশেষে জানা গেল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। আর সেই রহস্যভেদ করলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। জানিয়ে দেন, রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ। সোমবার যুব মোর্চার সমাবেশ উপলক্ষ্যে শ্চিম মেদিনীপুরের দাঁতনে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ বলেন,'শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ভাঙবে তৃণমূল। আর রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। তিনি সংসারধর্ম করেননি। আমার দৃঢ় বিশ্বাস তাঁকেই একদিন মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে। দায়িত্ব নিয়ে রাজ্য চালাবেন।  সৌমিত্র খাঁ-এর এহেন মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে।

রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে দলের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। বিজেপি সূত্রে খবর, নির্বাচনের আগে কোনও মুখ্যমন্ত্রী প্রজেক্ট না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই ভোটের ময়দানে নামা হবে। যদিও বাংলার কাওকেই মুখ্যমন্ত্রী করা হবে সে বিষয়ে অভয়বাণী শুনিয়ে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই আবহে সৌমিত্র খাঁ বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের নাম বলায় দলের ভিতরের কোনও সিদেধান্ত ফাঁস করলেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। 

PREV
click me!

Recommended Stories

মমতার পথশ্রী প্রকল্পকে ঢপের চপ আখ্যা শুভেন্দুর, দেখুন কেন এমন বলছেন?
বঙ্গে ডিটেনশন ক্যাম্পের প্রয়োজন নেই, মমতার মন্তব্যের পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর