Election Live Update- বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'এর নাম টিকাশ্রী না দিয়ে দেন', কটাক্ষ শুভেন্দুর

সংক্ষিপ্ত


রবিবার বর্ধমানে বিজেপির পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস। তৃমূল কংগ্রেসের উদ্য়োগে বর্ধমানে জিটি রোডে এই আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য-সভাপতি সোহম চক্রবর্তী। এই প্রস্তুতি তুঙ্গে। উল্লেখ্য,  শনিবার  ৯ জানুয়ারি বর্ধমানে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার সেই নাড্ডাকেই জবাব দিতে রবিবার পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস।
 

07:03 PM (IST) Jan 10

বিজেপির কার্যালয়ে শোভন-বৈশাখী

সোমবার কলকাতায় বিজেপির মিছিলে থাকতে পারেন শোভন-বৈশাখী। তার আগে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হাজির হলেন দুজনে। বিজেপির অফিসে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক।

05:02 PM (IST) Jan 10

দুয়ারে সরকার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

ভোটের আগে দুয়ারে সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রকল্পকে যমের দুয়ারে সরকার বলে কটাক্ষ করেন তিনি।

04:59 PM (IST) Jan 10

করোনার টিকাকে টিকাশ্রী করবে বলে ভেবেছিলামঃ শুভেন্দু

পুরুলিয়া থেকে তৃণমূলকে ফের উৎখাতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। করোনার টিকাকে টিকাশ্রী করবে বলে ভেবেছিলাম। পুরুলিয়া থেকে শুভেন্দুর নিশানায় মমতা।

04:49 PM (IST) Jan 10

ফের শুভেন্দুর নিশানায় অভিষেক

পুরুলিয়ার সভা থেকে ফের অভিষেককে নিশানা করলেন শুভেন্দু। পুলিশের সাহায্য়েই সভায় অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন শুভেন্দু। 

04:46 PM (IST) Jan 10

পুরুলিয়ায় শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা

পুরুলিয়ায় শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ। শান্তি বজায় রাখার আবেদন জানান শুভেন্দু।

03:36 PM (IST) Jan 10

বারাসতে চন্দ্রিমার নিশানায় বিজেপি

বারাসতে দাঁড়িয়ে বিজেপি তীব্র কটাক্ষ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবীন্দ্রনাথ নিয়ে বিজেপিকে তুলোধনা করেন। বিজেপি বাংলা দখল করতে পারে না। মন্তব্য চন্দ্রিমার।

03:33 PM (IST) Jan 10

বর্ধমানে তৃণমূলের পদযাত্রায় সোহম

বর্ধমানে নাড্ডার শক্তি প্রদর্শনের পর বিজেপির পাল্টা পদযাত্রা তৃণমূলের। তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বিশাল পদযাত্রা। পদযাত্রার পুরভাগে থাকবেন অভিনেতা সোহম।

03:03 PM (IST) Jan 10

পুরুলিয়ায় রোড শোয়ে শুভেন্দু

পুরুলিয়ায় কাশীপুরের নপাড়া থেকে প্রায় ২ কিমি রোড শোয়ে বিজেপির শুভেন্দু অধিকারী।

01:10 PM (IST) Jan 10

বাংলার সঙ্গে যোগাযোগের অভাব নিয়ে নাড্ডাকে খোঁচা তৃণমূলের

12:29 PM (IST) Jan 10

নতুন কৃষি আইন বাতিল-চাষীদের ক্ষতিপূরণের দাবিতে বামেদের কর্মসূচি

নতুন কৃষি আইন বাতিল ও অশোকনগরের ওএনজিসি প্রকল্প এলাকায় চাষীদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নৈহাটি থেকে অশোকনগর পর্যন্ত পাঁচটি বাম সংগঠনের যৌথ কর্মসূচি ।

11:30 AM (IST) Jan 10

১১ জানুয়ারি নদিয়ার রানাঘাটে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী

১১ জানুয়ারি নদিয়ার রানাঘাটে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থানার হবিবপুর ছাতিম তলার মাঠে এই জনসভা করবেন তৃণমূল নেত্রী। আর সেই সভাকে ঘিরেই রবিবার ছাতিমতলা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

10:33 AM (IST) Jan 10

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা

আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা। জখম ৩ বিজেপি কর্মী।

10:31 AM (IST) Jan 10

বিজেপি কর্মীর উপর হামলায় উত্তপ্ত কেশপুর

বিজেপি কর্মীর উপর হামলায় উত্তপ্ত কেশপুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে।

10:02 AM (IST) Jan 10

এবার বেসুরো হাওড়ার তৃণমূলের সম্পাদকও

এবার বেসুরো হাওড়ার তৃণমূলের সম্পাদক মোহিত ঘাটি।

08:37 AM (IST) Jan 10

নাড্ডা সফরের বিজেপি নেতাদের তোপ তৃণমূলের