করোনা আবহে ভোট - মমতার হুঙ্কারেও কমছে না মোদীর সভা, তবে বদলে যাচ্ছে তার চেহারা


বাংলায় হুহু করে বাড়ছে করোনা

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর

তাতেও কাট-ছাঁট হচ্ছে না মোদীর প্রচার কর্মসূচিতে

একদিনেই, ৪টি সভা করবেন তিনি

বাংলায় রবিবার দৈনিক নতুন করোনা সংক্রমণের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাস করে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তার পরদিনই অবশ্য 'প্রধানমন্ত্রীই বাংলায় করোনা ছড়াচ্ছেন', বলে প্রকাশ্য সভা থেকে সরাসরি হুঙ্কার ছেড়েছেন মমতা। তাতে অবশ্য নরেন্দ্র মোদীর বাংলায় প্রচার কর্মসূচির কোনও কাট-ছাঁট হচ্ছে না। প্রস্তাবিত সূচি অনুযায়ী রাজ্যে আরও ২বার এসে ৪টি সভা করার কথা প্রধানমন্ত্রীর। পরিবর্তিত পরিস্থিতিতে সভার সংখ্যা না কমলেও, কমছে সফরের সংখ্যা। দুদিনের বদলে একদিনই আসবেন মোদী। একদিনেই, সবকটি সভার কাজ সারবেন তিনি।

বঙ্গভোটে, এখনও পর্যন্ত মোট ১২ বার পা পড়েছে প্রধানমন্ত্রীর, রাজ্যজুড়ে ১৮টি প্রচার-সভা করেছেন। তাঁর আগের কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ ও ২৪ এপ্রিল মালদা, মুর্শিদাবাদ, কলকাতা ও বোলপুর দক্ষিণে মোট ৪টি জনসভা করার কথা ছিল। কিন্তু বঙ্গ বিজেপি-র পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল, অর্থাৎ শুক্রবার, একদিনেই ওই ৪টি সভা করবেন মোদী। সভাগুলি হবে, মালদার বিএড কলেজ ময়দান, মুর্শিদাবাদের নর্দার্ন পার্ক, কলকাতার ভবানীপুর এবং বীরভূমের সিউড়িতে। প্রত্যেকটি সভাই করোনা বিধি মেনে করার বিষয়ে বঙ্গ বিজেপির কাছে নির্দেশ পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

Latest Videos

সোমবার জানালেন রাজ্য বিজেপি-র সহ-পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় হিন্দি ভাষায় করা টুইটে জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভার চেহারা পরিবর্তন করতে হবে। সভাগুলিতে সামাজিক দূরত্ব বিধি যাতে মেনে চলা হয়, সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে এলে, মঞ্চে যাঁরা ওঠেন, তাঁদের সকলের ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করানো হয়। এখন সেইসঙ্গে সভাক্ষেত্রগুলি সভার আগে স্যানিটাইজ করার কথা ভাবা হচ্ছে। সভায় আসা সকলের মাস্ক পরা বাধ্যতামূক করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হচ্ছে। মাস্ক ছাড়া আসা ব্যক্তিদের বিনামূল্যে মাস্কও দেওয়া হবে। প্রসঙ্গত, রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ সভাতেও দুই গজের দূরত্ব বিধি মেনে, বসার বন্দোবস্ত করা হয়েছিল।

 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election