বেহালাতে আজ শেষে প্রচার, চক্রান্ত করে তা বন্ধ করল স্থানীয় পুলিশ, লাইভে এসে বিস্ফোরক শ্রাবন্তী

  • বন্ধ করা হল শ্রাবন্তীর শেষ প্রচার 
  • সেখানেই মিঠুনের উপস্থিত থাকার কথা ছিল 
  • পুলিশ চক্রান্ত করে এটা করল 
  • বিস্ফোরক মন্তব্য শ্রাবন্তীর 

শনিবার চতুর্থ দফার ভোট। সেই দিনই অন্যতনম তারকা প্রার্থী হলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সদ্য তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই সামনে উঠে আসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় লড়াই করছেন বিজেপির হয় বেহালা থেকে। শনিবার ভোটগ্রহণ, তাই বৃহস্পতিবার বেলাতেই প্রচার শেষ করতে হবে। এমনটাই নিয়ম নির্বাচন কমিশনের। 

আরও পড়ুন- দিলীপের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬, আজ রাজ্য জুড়ে প্রতিবাদ BJP-র

Latest Videos

সেই কারণেই শেষ প্রচারে বেড়িয়ে সকলকে শেষ বারের জন্য ভোটটা তাঁকে দেওয়ার অনুরোধ জানাতে ব়্যালি বের করার কথা ছিল শ্রাবন্তীর। এখানেই শেষ নয়। পাশাপাশি এই প্রচারে তাঁর সঙ্গে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু বেলাতেই আসে বাধা। মুহূর্তে সেখানে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। জানিয়ে দেয় ব়্যালি করা যাবে না। কোনও নির্দেশ আছে কি না জানতে চাইলে নিরব থাকে পুলিশ। মিঠুন চক্রবর্তী শ্রাবন্তীকে সাত সকালে ফোন করে জানান, মধ্য রাতে অনুমতী খারিজ করে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, শ্রাবন্তী যেন এই নিয়ে প্রশ্ন তোলেন। 

এরপরই সরব হন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি লাইভে এসে সাফ জানিয়ে দেন, তাঁকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। হাতে আর কিছুক্ষণ আছে। এই সময়টা শুধু শুধু নষ্ট করে দিচ্ছে পুলিশ। এটা চক্রান্ত বলেই দাবী করেন তিনি। মিঠুনকে নিয়ে এই প্রচার না হওয়ায় রীতিমত বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। বারে বারে শ্রাবন্তী প্রশ্ন তোলেন, ঠিক কোন গ্রাউন্ডে তাঁদের আটকানো হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে ভিডিও। তিনি দীর্ঘক্ষণ থানায় অপেক্ষা করার পরও ওসির সঙ্গে দেখা করার কোনও ব্যবস্থাই করা হয়নি বলে ভিডিওতে সাফ তুলে ধরেন শ্রাবন্তী। 

Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি