মোদীর ব্রিগেডের ঔজ্জ্বল্য ম্লান করতে বড় পরিকল্পনা মমতার, পাড়ায় পাড়ায় গেল নেত্রীর নির্দেশ

সামনেই নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ

তা ম্লান করতে বড় পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতার স্থানীয় তৃণমূল কর্মীদের কাছে গেল শীর্ষনেত্রীর নির্দেশ

কর্মীদের কী বার্তা দিলেন মমতা

একেবারে শিয়রে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। গত ২৮ ফেব্রুয়ারি বাম-কং-আইএসএফ'এর ব্রিগেড জনসভা হয়ে গিয়েছে। সামনে আসছে এইবারের ভোটে শাসক দল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপির ব্রিগেড সমাবেশ। আরও স্পষ্টভাবে বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড জনসভা। মোদীর সভার ঔজ্জ্বল্য ম্লান করতে অভিনব পন্থা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় স্তরের নেতাদের কাছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পরিষ্কার বার্তা - মোদী আসার আগেই কলকাতা করে দিতে হবে তৃণমূলময়।

এদিন কলকাতার সব স্থানীয় তৃণমূল নেতাদের বলা হয়েছে, ৭ মার্চ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের আগেই গোটা শহরকে মুড়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসের পোস্টার, ব্যানার এবং দলীয় পতাকায়।  নরেন্দ্র মোদী এসে যেন শুধু তৃণমূলেরই রঙ দেখতে পান। এই জন্য এদিন কলকাতা পুরসভার বিদায়ী সব তৃণমূল কংগ্রেস পুরপিতাদের ১৫০০ করে দলীয় পতাকাও দেওয়া হয়েছে।

Latest Videos

দলীয় কর্মীদের তৃণমূল শীর্ষনেতারা বলেছেন, নির্বাচনের কারা কোথায় প্রার্থী হবেন, সেই বিষয়টি দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। কর্মীদের কারা প্রার্থী হবেন সেই সম্পর্কে উদ্বিগ্ন না হয়ে, যিনিই প্রার্থী হবেন, তাঁর হয়ে প্রচারের দিকে মনোনিবেশ করতে বলা হয়েছে।  সেইসঙ্গে, ছড়িয়ে দিতে হবে দলের নির্বাচনী স্লোগান, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। বিশেষ করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যেসব জায়গায় বিজেপি ভালো ফল করেছিল, সেই জায়গাগুলিতে বেশি করে প্রচার করতে বলা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি