রান্না করাই কাল হল, জয়া সিনেমা হলের বিধ্বংস আগুনে অগ্নিদগ্ধ এক মহিলা সহ ২

 

  • লেকটাউনে  মিনি জয়া সিনেমা হলে বিধ্বংস আগুন
  •  আড়াই ঘন্টা পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে
  • চার তলায় বিধ্বংস আগুনে অগ্নিদগ্ধ এক দম্পতি
  • তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে 


লেকটাউনে  মিনি জয়া সিনেমা হলে বিধ্বংস আগুনে এক মহিলা সহ অগ্নিদগ্ধ ২ জন। দমকলের ১৫ টি ইঞ্জিন আড়াই ঘন্টা পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু।  

আরও পড়ুন, সাতসকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এই ৫ জেলায়, টানা ৪ দিন ভারী বর্ষণ উত্তরবঙ্গে

Latest Videos

 

 

জানা গিয়েছে, শুক্রবার সন্ধে ৯টা নাগাদ আগুন লাগে মিনি-জয়া সিনেমা হলে। আগুন লাগার খবর পেতেই  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১৫ টি ইঞ্জিন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিকে।  রীতিমতো আতঙ্ক ছড়ায় লেকটাউন মোড়ে। আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয়রা। এদিকে ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে লেকটাউন এলাকা। এহেন পরিস্থিতিতে হলের ভিতরে থাকা মানুষকে বাইরে বের করে আনার চেষ্টা চলে। কিন্তু আগুন নেভানোর পথে বাধা হয়ে দাঁড়ায় একাধিক বড় গাছ। সেই গাছের ডাল কেটে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকা। বিধ্বংস আগুনে অগ্নিদগ্ধ এক মহিলা সহ তাঁর স্বামী। সূত্রের খবর, ওই দম্পতি  সিনেমা হলের চারতলায় রান্না করছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইঘন্টা পর রাত সাড়ে এগারোটা নাগাত আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন, ফের উর্ধ্বমুখী কোভিড সংক্রমণ কলকাতায়, চিন্তা বাড়াচ্ছে রাজ্যের এই ৩ জেলা

 

 


সিনেমা হলের ইলেকট্রিশিয়ান জানিয়েছেন, ওপরে একজন নিরাপত্তারক্ষী এবং তাঁর স্ত্রী থাকতেন তাঁরা আহত হয়েছেন। জানা গিয়েছে, মিনি-জয়ার স্ক্রিন টু-তে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। লেলিহান শিখায় এই হলটির ৯৫ শতাংশই পুড়ে গিয়েছে । মিনি-র অংশে আগুনের প্রভাবে সেভাবে পড়েনি।  দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, লকডাউনের জেরে সিনেমা হল আপাতত বন্ধ। সেখানেই রান্না করছিল কেয়ারটেকারের পরিবার। সেখান থেকেই আগুন লাগে সিনেমা হলে। প্রাথমিক তদন্তে দমকলও এটাই অনুমান করছে। আগুনের প্রভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এর ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। 

 


 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি