ঘর থেকে বেরোলেই শিয়ালের কামড়, গ্রাম জুড়ে আতঙ্ক, হাসপাতালে ভর্তি শিশু সহ ৩০ জন

  • ঘর থেকে বেরোলেই শিয়ালের কামড়
  • সন্ধের নামার পরই আতঙ্ক গ্রামজুড়ে
  • ভয়ে টিউশন যাওয়া বন্ধ করেছে ছাত্ররা
  • অতর্কিত হামলায় হাসপাতালে ভর্তি ৩০ জন

Asianet News Bangla | Published : Sep 11, 2020 1:18 PM IST

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-গ্রাম জুড়ে শিয়ালের আতঙ্ক। রাতের ঘুম কেড়ে নিয়ে গ্রামবাসীদের। রাস্তা বা বা ঘরের বারান্দায় সুযোগ পেলেই হামলা চালাচ্ছে শিয়াল। শুধু তাই নয় রাস্তার উপরেও অতর্কিত হামলা চালাচ্ছে। শিয়ালের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গ্রামবাসীরা। আক্রান্তদের মধ্য়ে রয়েছে শিশুরাও।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের পিয়ারা গ্রামে। গত তিন দিনে কারোর পায়ে, কারোর হাতে কামড় দিয়েছে শিয়াল। গ্রামবাসীদেকর দাবি,  রাস্তায় বেরোলেই লাগোয়া ঝোপঝাড় বেরিয়ে অতর্কিত হামলা চালাচ্ছে। কেউ বারান্দায় থাকলে তাঁর গলায় কামড় দিচ্ছে। শিয়ালের হামলায় জখম হয়ে এখনও পর্যন্ত শিশু, বয়স্ক সহ ৩০ জন হাসপাতালে ভর্তি। 

শিয়াল আতঙ্কে ঘুম কেড়েছে আশেপাশের চারটি গ্রামের। এমনকি ঘরের প্রয়োজনীয় সামগ্রীর জন্য বাজার যেতেও ভয় করছেন গ্রামবাসীরা। পাশাপাশি, এর জেরে ছেলেমেয়েদের সন্ধের সময় গৃহশিক্ষকদের কাছে পড়তে পাঠাতে ভয় করছেন তাঁরা। গত তিন ধরে এই ঘটনা চলছে। শিয়ালের হামলার জেরে হাড়োয়া পঞ্চায়েত থেকে বনদফতরে খবর দেওয়া হয়েছে। সব মিলিয়ে শিয়ালের আতঙ্কে দিন কাটছে গ্রামের প্রায় একশোর বেশি পরিবারের।
 

Share this article
click me!