এবার পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগ অশোকনগরে

Published : Oct 31, 2019, 02:37 PM IST
এবার পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগ অশোকনগরে

সংক্ষিপ্ত

 পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগ  অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন মহিলা  গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে কেন নির্যাতন তদন্তে পুলিশ   

ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এক পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল । আশঙ্কাজনক অবস্থায় অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

ঘটনাটি ঘটেছে, অশোকনগর থানার কাজলা নেতাজি কলোনি এলাকার। আক্রান্ত ওই মহিলার পরিবারের অভিযোগ, ঘুম থেকে জোর করে তুলে তাঁকে পাশের ফুলকপি খেতে নিয়ে যায় অভিযুক্ত। এরপর চলে যৌন নির্যাতন। ওই মহিলার মেয়ে জানান, ঘটনার সময় একাউই বাড়িতে ছিলেন তাঁর মা। পরে অজ্ঞান অবস্থায় তাঁকে পাওয়া যায়। সব ঘটনা খুলে বলতেই লোক জড়ো হয় বাড়িতে। শুরু হয় অভিযুক্তের খোঁজে তল্লাশি। পরে অশোকনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।  অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। তদন্তে নেমেছে অশোকনগর থানা।

PREV
click me!

Recommended Stories

২০২৬ সালে স্কুলগুলিতে ছুটির লম্বা তালিকা, নতুন বছরের আগেই ঘোষণা WBBSE
SIR-এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, ব্যাগ ও বস্তায় ভরে কী নিয়ে যাচ্ছে? দেখুন