অপরাধ বিজেপি সমর্থন, এবার দিনদুপুরে উধাও যুবক, অভিযোগ তৃণমূলের দিকেই

  • বাংলার সর্বত্র ভোটের আগে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তা আর থামছে না।
  • এবার দিনদুপুরে গায়েব হলেন এক বিজেপি কর্মী।
arka deb | Published : Jun 3, 2019 4:00 PM IST

ভোট মিটেছে। কিন্তু বাংলার সর্বত্র ভোটের আগে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তা আর থামছে না। এবার দিনদুপুরে গায়েব হলেন এক বিজেপি কর্মী।

গোপীনাথ মূর্মূ নামে বিজেপি’র সমর্থক এক আদিবাসী যুবককে কিছু দুষ্কৃতী অপহরণ করেছে বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রায়গঞ্জ থানার বারিদুয়ারী এলাকায়। এখনও পর্যন্ত অপহৃত ওই যুবকের কোনও খোঁজ পায়নি তাঁর পরিবারের লোকজন। বিজেপি’র এস টি মোর্চার পক্ষ থেকে এই অপহরনের ঘটনায় তৃনমূল কংগ্রেসের দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনা জানিয়ে অপহৃত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে এদিন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে পুলিশকে ২৪ ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে।তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Latest Videos

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপীনাথ মূর্মূ নামে ওই যুবক রায়গঞ্জ শহরের কাছে বারদুয়ারী এলাকায় একটি ফ্যাক্টরিতে ড্রাইভারের কাজ করতো।রবিবার রাত ৭ টা নাগাদ সে তার ডিউটি শেষ করে বাইরে আসতেই ছয়-সাতজন যুবক অতর্কিতে তার উপরে চড়াও হয়।তাকে মারধর করার পাশাপাশি জোর করে তাঁদের সাথে আনা বাইকে চাপিয়ে অন্যত্র নিয়ে যায় ওই যুবকরা।
 
অপহৃত ওই যুবকের স্ত্রী সনকা মার্ডি জানিয়েছেন, “আমার স্বামী বিজেপি সমর্থক বলে এলাকায় পরিচিত।নির্বাচনের আগে বিজেপি করার জন্য শাসকদলের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়েছে। রবিবার বিকেলে দুর্গা হেমব্রম নামে স্থানীয় এক যুবক তাঁর ৬/৭ জন সঙ্গী নিয়ে আমার বাড়িতে এসে স্বামীর খোঁজ করে। আমার কাছ থেকে আমার স্বামী ফ্যাক্টরিতে আছে জানার পরে তারা চলে যায়। যাওয়ার আগে তারা আমাদের উচিত শিক্ষা দেবে বলে হুমকি দেয়। এরপরে অনেক রাতে আমার স্বামী ফোন করে শুধু এটুকু জানায় তাকে কিডন্যাপ করে রাখা হয়েছে। এরপরেই ফোন কেটে যায়।এরপর থেকে তার ফোন সুইচ অফ।এখনও তাঁর কোনও খোঁজ পাইনি। আমার ধারণা ওই যুবকরাই আমার স্বামীকে অপহরন করেছে। গোটা ঘটনা জানিয়ে আমি এদিন পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি।’’ 

বিজেপি’র এস টি মোর্চার সাধারন সম্পাদক বাবলু সোরেন জানিয়েছেন,“দুর্গা হেমব্রম নামে ওই যুবক এলাকায় শাসকদলের দূষ্কৃতী বলে পরিচিত। সে তার দলবল নিয়ে রবিবার ওই ফ্যাক্টরির গেট থেকেই গোপীনাথকে মারধর করার পরে অপহরণ করে।অপহৃত ওই যুবক এলাকায় একজন সক্রিয় বিজেপি কর্মী। বিজেপি করার অপরাধেই তাকে শাসকদল অপহরণ করেছে বলে আমাদের ধারনা। পুলিশকে আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছি। তার ভেতরে ওই যুবককে উদ্ধার করা না হলে জেলার জেলার সমস্ত আদিবাসীদের নিয়ে আমরা অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করার পাশাপাশি ওই অপহরণকারীদেরকেও ধরে পুলিশের হাতে তুলে দেবো।’’

স্থানীয় তৃনমূল নেতা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানষ ঘোষ জানিয়েছেন,“ আমাদের দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।ওই এলাকায় বিজেপি’ই শক্তিশালী।এই ঘটনা পুরোপুরি তাদের পারিবারিক বিষয়।বিজেপি এই ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।’’

পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু করার পাশাপাশি অপহৃত ওই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari