ইদের দিন মাটি হল গোটা উত্তর দিনাজপুরে। পথ দুর্ঘটনা কেড়ে নিল তিনটি তাজা প্রাণ।
বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপড়ে যাত্রীবোঝাই অটোর সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোর ৩ জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অটোর বাকি ৩ জন যাত্রী ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে।আহতদের অবস্থাও সঙ্কটজনক। তাদের ইসলামপুরে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ৩ টে নাগাদ যাত্রীবোঝাই একটি অটোরিকশা ডালখোলা রেলগেট থেকে পূর্নিয়ামোড়ের দিকে যাচ্ছিল। পূর্নিয়া মোড়ের কাছে অটোটি পৌঁছতেই শিলিগুড়ির দিক থেকে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তার সামনে চলে আসে নিয়ন্ত্রণ রাখতে না পেরে। ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৩ জন যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ মৃতদের পরিচয় জানতে পারেনি।প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই সম্ভবত বিহারের বাসিন্দা। ওই অটোরিকশাটিরও বিহারের রেজিষ্ট্রেশন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।