সংশোধনাগারে বন্দির রহস্যমৃত্যু, জেল কর্মীদের মুখে কুলুপ

  • সংশোধনাগারের মধ্য়ে থেকেই উদ্ধার করা হল এক বিচারাধীন বন্দির দেহ।
  • ঘটনা মালদা জেলা সংশোধনাগারের। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
  • বুধবার দুপুরে মালদা সংশোধনাগারের নির্মীয়মাণ রান্না ঘর থেকে জেল পুলিশ কর্মীরা উদ্ধার করে দেহটি। 
swaralipi dasgupta | Published : Jun 5, 2019 12:52 PM IST

সংশোধনাগারের মধ্য়ে থেকেই উদ্ধার করা হল এক বিচারাধীন বন্দির দেহ। ঘটনা মালদা জেলা সংশোধনাগারের। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার দুপুরে মালদা সংশোধনাগারের নির্মীয়মাণ রান্না ঘর থেকে জেল পুলিশ কর্মীরা উদ্ধার করে দেহটি। 

জেল পুলিশ সূত্রেই জানা গিয়েছে, মৃত বন্দির নাম রাজু মণ্ডল(৩২)। মৃতের বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনি এলাকায়। গত ১৭ মার্চ ২০১৯ তারিখ থেকে বিচারাধীন আবস্থায় কারাগারে ছিল রাজু মণ্ডল। শিশুর উপরে যৌন হেনস্থার মামলা ছিল এই মৃত বন্দির নামে। 

Latest Videos

প্রতিদিনের মতোই বুধবারও জেলের বন্দিদেরকে গুনছিলেন জেল কর্মীরা। সেই সময় থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজু মণ্ডলকে। পুরো জেলখানা খোঁজার পরে নির্মীয়মান রান্নাঘরে খুঁজতে গেলে পাওয়া যায় রাজুর ঝুলন্ত মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, লোহার রডে দড়ি বেঁধে সেখানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রাজু মণ্ডল। ঘটনার তদন্ত করছে পুলিশ। কিন্তু জেলের কর্মীরা মুখে কুলুপ এঁটেছে। 

ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জেল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today