দেব শান্তির বার্তা দিলেন কেশপুরে! ঠিক তার পরেই 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে ফের অশান্তি এলাকায়

  • নির্বাচনে জয়ী হয়ে ফের কেশপুরে গিয়ে শান্তির বার্তা দিলেন দেব
  • নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বার কেশপুরে গেলেন লোকসভার তৃণমূল সাংসদ
  • সোমবার বিকেলে তিনি হাজির হয়েছিলেন কেশপুরের জোড়াকেউদি এলাকায়
  • সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের বেশ কিছুটা রাস্তা হাঁটেন দেব

swaralipi dasgupta | Published : Jun 11, 2019 6:07 AM IST / Updated: Jun 11 2019, 01:44 PM IST

এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নির্বাচন ও নির্বাচনের প্রচার চলাকালীন যাতে শান্তি বজায় থাকে সেই দিকেই বার বার নজর দিয়েছিলেন দেব। নির্বাচনে জয়ী হয়ে ফের কেশপুরে গিয়ে শান্তির বার্তা দিলেন দেব। 

নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বার কেশপুরে গেলেন লোকসভার তৃণমূল সাংসদ। সোমবার বিকেলে তিনি হাজির হয়েছিলেন কেশপুরের জোড়াকেউদি এলাকায়৷ সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের বেশ কিছুটা রাস্তা হাঁটেন দেব। গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি ৷

 এর পরে  স্থানীয় দলীয় পার্টি অফিসে  কর্মীদের সঙ্গে বেশ কিছুটা সময়ে কথা বলেন দেব। কর্মীদের সঙ্গে জনসংযোগ ও আগামী কর্মসূচী নিয়ে কথা বলেন তিনি। কর্মীদের সকলের কাছে শান্তি রক্ষার আর্জি রাখেন সুপারস্টার ৷ 
 
এদিন দেব বলেন ,"পাড়ায় দশ জন লোক দশটা দল করতেই পারে। তার মানে এটা নয় যে সন্ত্রাস সৃষ্টি করবে ৷ সন্ত্রাস সৃষ্টি হলে শান্তিতে কেউ থাকতে পারে না। যে মার খাচ্ছে সেও না, যারা মারছে তারাও না।  আমরা নেতারা কেউ কলকাতা, কেউ দিল্লিতে থাকব। কিন্তু এলাকায় আপনারা থাকবেন। তাই আপনাদের প্রতি এটাই আমার আবেদন, এলাকায় শান্তি বজায় রাখুন। ক্ষমতা হচ্ছে সেটা, যার মাধ্যমে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা যায়। সকলকেই বলব, যৌথ ভাবে উদ্যোগ নিন শান্তি রক্ষার জন্য৷"  

দেব শান্তি রক্ষার আর্জি জানালেও পরিস্থিতি বিগড়ে যায় তিনি গ্রাম ছাড়ার পরেই ৷ তৃণমূলের সেই দলীয় কার্যালয়ের সামনে বিজেপির স্থানীয় সমর্থকরা পতাকা নিয়ে হাজির হয়ে যায়। তারা জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করে ৷ উত্তেজনা তৈরী হয় ৷ পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশ কর্মীদের ৷ 
 

Share this article
click me!