বিধানসভায় গণতন্ত্র হীনতা থেকে কাশ্মীরের অশান্ত পরিস্থিতি, মোদী-মমতাকে একযোগে তোপ অধীরের

  • ফের মোদী-মমতার সরকারকে বিরুদ্ধে সরব অধীর
  • বিধানসভায় বিরোধীদের বলতে না দেওয়ার অভিযোগ
  • একইসঙ্গে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তোপ
  • কাশ্মীরের কোনও উন্নতি হয়নি বলে অভিযোগ অধীর চৌধুরীর
     

Asianet News Bangla | Published : Jun 28, 2021 4:22 PM IST

দেবাঞ্জন  কাণ্ড, বিধানসভায় বিরোধীতের বাক স্বাধীনতা থেকে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি। সব বিষয়েই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ও কেন্দ্রে মোদী-শাহ সরকাররে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ। সেখানেই প্রশ্নের উত্তরে দেবাঞ্জন কাণ্ডে রাজ্য সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী।

Latest Videos

এতদিন রাজ্যে মানুষের গণতন্ত্র নেই বলে একাধিকবার সরব হয়েছে অধীর চৌধুরী। এবার রাজ্যের বিধানসভায়  বিরোধীদের কোনও গণতন্ত্র বা বাক স্বাধীনতা নেই বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেন,'এখানে বিরোধীদেরকে বিধানসভায় কোন কিছু বলতে দেওয়া হয় না। সাধারণ মানুষের জন্য প্রশ্ন করা হলে বারংবার বাধা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার অবস্থা খুবই শোচনীয় এটা আমরা বুঝতে পারছি। মানুষের গণতন্ত্রকে এখানে দমিয়ে রাখা হয় সব সময়।'

এছাড়াও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি ও ৩৭০ ধারা অবলুপ্তির ফলে কাশ্মীরের আদৌ কোনও উন্নতি হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কেন্দ্রে মোদী-শাহ সরকারকে আক্রমণ করে বলেন,'৩৭০ ধারা অবলুপ্তি ঘটলে কাশ্মীরে যে উন্নয়নের আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরার তার কিছুই হয়নি। আগে পাকিস্তান থেকে বিদেশি সন্ত্রাসবাদীরা এসে কাশ্মীরে হামলা করত। এখন স্থানীয় স্তরে জঙ্গি তৈরি হচ্ছে। প্রতিদিন রক্তপাত চলছে।' জম্মু বিমানবন্দরে বায়ু সেনা ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে মোদি সরকার কে তীব্র কটাক্ষ করে অধীর বলেন,'মোদি সরকার আমাদের দেশের নিরাপত্তাকে অবলুপ্ত করে দিয়েছে সেই কারণে এইভাবে জঙ্গিরা হামলা চালাচ্ছে সেনা ঘাঁটিতে।'

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024