জনসমাগম আটকাতেই রবিবার পালন করা হয়েছে জনতার কারফিউ। অথচ, সেই কারফিউয়ের দিনের রাস্তায় নেমে দলবেঁধে খেলতে দেখা গেল বেশ কিছু যুবককে। রবিবার সকালে বাঁকুড়া শহরের এই ছবি রীতিমতো বিতর্ক তৈরি করল।
গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ১৪ ঘণ্টার জন্য় জনতার কারফিউ ঘোষণা করেন। যদিও প্রথমদিকে তা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। পরে কিন্তু তা গোটা দেশই মেনে নেয়। এই পরিস্থিতিতে সবাই উপলব্ধি করতে পারে, এইভাবে সামাজিক দূরত্ব না-বাড়াতে পারলে, সম্ভাব্য় মহামারীকে রোখা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
এই পরিস্থিতিতে, রবিবার সকাল থেকেই একেবারে শুনশান হয়ে যায় গোটা রাজ্য়। দোকানপাট থেকে শুরু করে গাড়িঘোড়া সব বন্ধ হয়ে যায়। এমনকি রবিবাসরীয় সকালে জমায়েতের যে চেনা ছবি দেখা যায়, তা-ও এইদিন দেখা যায়নি। বাঁকুড়া শহরেও এর ব্য়তিক্রম হয়নি। কিন্তু এমতাবস্থায়, শহরের রাস্তায় একদল যুবককে দলবেঁধে ক্রিকেট খেলতে দেখে অনেকেই তাজ্জব হয়ে যান। বনধের দিন রাস্তাজুড়ে যেমন ক্রিকেট খেলার দৃশ্য় দেখা যায়, এদিনও ঠিক সেই দৃশ্য়ই দেখা গেল। আর সেইসঙ্গে প্রশ্ন উঠল, এতে করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে কী হবে? কে নেবে তার দায়? কোথায় গেল প্রশাসন?