শুধুই সন্দেহ, তাঁর জেরেই নৃশংস মার, সাহায্য করলেন না কেউ

  • নৃশংস ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের বহরমপুর
  • এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি
  • উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ

কোনও প্রমাণ নেই। শুধু সন্দেহের বশেই এক যুবককে বেধড়ক মারধর করল জনতা। শেষ পর্যন্ত পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর শহরে। অভিযোগ স্থানীয় হাতা কলোনি এলাকায় দু' টি মুদিখানা এবং ফলের দোকানে সম্প্রতি তালা ভেঙে চুরি হয়। সেই সন্দেহের বশে মঙ্গলবার গোপাল সাহা নামে এক যুবককে ধরে জেরা করতে শুরু করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। অভিযোগ, তাঁকে কিছু বলার সুযোগ না দিয়েই বেধড়ক মারধর করতে শুরু করে স্থানীয়রা। পালানোর চেষ্টা করলে ওই যুবকের হাত পিছমোড়া করে বেঁধে তাঁকে মারধর চলতে থাকে। ইচ্ছেমতো পড়তে থাকে কিল, চড়, ঘুষি। যদিও তাঁকে সাহায্যে এগিয়ে আসেননি কেউ।

Latest Videos

খবর পেয়েই তড়িঘড়ি বহরমপুর থানার পুলিশ আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । ঘটনা নিয়ে বহরমপুর থানার আইসি সনৎ দাস বলেন, 'আহত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে কেন ছেলেটিকে বেঁধে পেটানো হচ্ছিল ও কে কারা এর সঙ্গে যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে।'

যদিও যে দোকানে চুরি হয়েছিল তার একটির মালিক জীবন সাহার দাবি, 'গোপাল ও তার দলবল মিলে এই চুরি করেছে বলেই আমাদের বিশ্বাস। ওকে জেরা করলেই আমাদের খোয়া যাওয়া টাকা-পয়সা উদ্ধার করা যাবে।'
 

Share this article
click me!

Latest Videos

ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
‘TMC তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Adhir Ranjan Chowdhury-র
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র