
জনসভায় বিভিন্ন কৃষক, খামার-শ্রমিক, শ্রমিক, ছাত্র, যুব ও গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দিল্লিতে চলা এক বর্ষব্যাপী আন্দোলনের(farmers Movement) সময় মৃত ৭০০ কৃষক শহিদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। অন্যদিকে কলকাতা(kolkata) সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মিছিল বের করা হয়।