Farm Law: কৃষক আন্দোলনের বর্ষপূর্তি, সংযুক্ত কিষান মোর্চার ডাকে দিনভর মিছিল-সভায় মাতল বাংলা

Published : Nov 26, 2021, 06:58 PM IST
Farm Law: কৃষক আন্দোলনের বর্ষপূর্তি, সংযুক্ত কিষান মোর্চার ডাকে দিনভর মিছিল-সভায় মাতল বাংলা

সংক্ষিপ্ত

এদিনের কর্মসূচিতে রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চার সমস্ত বিশিষ্ট নেতারাই উপস্থিত ছিলেন বলে দেখা যায়। জনসভায় বিভিন্ন কৃষক, খামার-শ্রমিক, শ্রমিক, ছাত্র, যুব ও গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনসভায় বিভিন্ন কৃষক, খামার-শ্রমিক, শ্রমিক, ছাত্র, যুব ও গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দিল্লিতে চলা এক বর্ষব্যাপী আন্দোলনের(farmers Movement) সময় মৃত ৭০০ কৃষক শহিদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। অন্যদিকে কলকাতা(kolkata) সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মিছিল বের করা হয়।

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের মুখে তৃণমূলে বড় ভাঙন, ঘাসফুল ছেড়ে মৌসমের হাত ধরে কংগ্রেসে যোগ শতাধিক নেতা-কর্মীর
ভোটের আগে বাংলার রেল পরিষেবার উন্নয়নে দরাজহস্ত মোদী, প্রধানমন্ত্রীর হাত ধরে আরও দুটি ট্রেনের উদ্বোধন