বিশ্বনাথ দাস, হাওড়া:- করোনা আর্থিক সঙ্কটে ফেলেছে গোটা বিশ্বকে। আর এই করোনা যেন পিছুই ছাড়তে চাইছে না। করোনার জেরে একের পর এক সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষদের। করোনা আক্রান্তের সংখ্যাও প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই করোনার জেরে একের পর এক মানুষ কাজ হারাচ্ছেন। যার ফলে প্রতিদিনই মৃত্যুর ঘটনা শোনা যাচ্ছে। কাজ হারিয়ে একের পর এক মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছিন। এবার আরও একবার কাজ হারানোর আশাঙ্কায় প্রতিবাদে নামলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মচারীরা। পুজোর মুখে দুঃসংবাদ শোনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চাকরি খোয়াতে পারেন সেখানকার হাজারেরও বেশি অস্থায়ী কর্মচারীরা। গোটা রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হাজারেরও বেশি এটিএম আছে। আর সেই এটিয়েম পরিষেবার দায়িত্বে যারা থাকেন তাদের নেওয়া হয় ৫ টি বেসরকারি সংস্থার মাধ্যমে। করোনা পরিস্থিতিতে এদের কাজে না রাখার কথাই ভাবছে স্টেট ব্যাঙ্ক। করনা পরিস্থিতি এই সমস্ত এটিএম এর বি সিফট অর্থাৎ দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত যারা কাজ করতেন তাদের সকলকে বসিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে কম্পানি। যার ফলে হাজারেরও বেশি কর্মচারী ও তাদের পরিবার পড়বেন সমস্যায়। ইতিমধ্যেই বেশ কয়েক মাস ধরে কর্মচারীরা ঠিক সময়ে বেতন পাচ্ছেন না। এমনকি এ বছর তারা পুজোর বোনাসও পাননি বলে অভিযোগ। তার উপরে যদি এই পরিস্থিতিতে সকলে চাকরি খোয়ান সে ক্ষেত্রে সকলেই বড়সড় সমস্যার মুখে পড়বেন। আর সেই কারণেই সোমবার গোটা রাজ্যের এটিএম পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেছেন তারা। এর পরেও স্টেট ব্যাঙ্ক যদি এতে কর্ণপাত না করে তাহলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। যার জেরে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।