তৃণমূলের বাসে ইঁট, ভাঙল কাচ! অভিযোগের আঙুল বিজেপির দিকে

  • ২১ জুলাইয়ের সভায় আসার পথে তৃণমূলের বাসে হামলা
  • পাথর ছুড়ে বাসের কাঁচ ভেঙে দেওয়া হল গুড়াপে
  • প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের পথ অবরোধ
  • অভিযোগের আঙুল বিজেপির দিকে

 

আশঙ্কাটা শনিবারই হয়েছিল। বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ২১-এ জুলাইয়ের সভামঞ্চে যেতে গেলে বাস আটকে কাটমানি ফেরত চাওয়া হবে। রবিবার হুগলির সিঙ্গুরের গুড়াপে তৃণমূল কর্মীদের তিনটি বাসে ভাঙচুরের অভিযোগ উঠল।

জানা গিয়েছে তৃণমূলের পতাকা, ব্যানারে সজ্জিত ওই তিনটি বাসে করেই হুগলী জেলার তৃণমূল কর্মীরা কলকাতার ধর্মতলায় ২১ জুলাই -এর সভামঞ্চে আসছিলেন। আচমকাই তাদের পথ আটকে বেশ কিছু দুষ্কৃতী পাথর ছুড়তে শুরু করে। ভেঙে যায় বাসের জানলার কাঁচ। অল্প বিস্তর আহত হন তৃণমূল কর্মী সমর্থকরা।

Latest Videos

এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে তাঁরা সিঙ্গুরের রতনপুরে পথ অবরোধ করেন। আধঘন্টা মতো রাস্তা আটকে রাখার পর পুলিশের সঙ্গে কথা বলে তাঁরা অবরোধ তুলে নেন। তারপর আবার তারা সভার উদ্দেশ্যে রওনা দেন। তবে সভার পর ঘরের ফেরার পথে ফের হামলা হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

 

Share this article
click me!

Latest Videos

'যোগ্য-অযোগ্যদের বাছাই করতে হবে SSC-কেই' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | SSC Scam | BJP
‘Mamata বলেন Noakhali দাঙ্গার সময় রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন’ Suvendu-র খোঁচা মমতাকে
Sandeshkhali-তে গর্জে উঠলেন Suvendu Adhikari! রাজ্যের বিরোধী দলনেতার চরম বার্তা Mamata Banerjee-কে!
'চুগলিবাজি করে জিতেছে তৃণমূল' | Rekha Patra #shorts #rekhapatra #sandeshkhali #shortsvideo
অবশেষে তিন মাস পর মুক্তি পেলেন Bangladesh-এ আটক Sundarbans-এর মৎস্যজীবীরা!