'বিধাননগরে কলকাতা পুরভোটের পুনরাবৃত্তি হলে সব রাস্তা বন্ধ করে দেব', বিস্ফোরক বিজেপি নেতা সজল ঘোষ

 'বিধাননগরে কলকাতা পুরভোটের পুনরাবৃত্তি হলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাইপাস-সহ সব রাস্তা বন্ধ করে দেব', বিস্ফোরক বিজেপি নেতা সজল ঘোষ।  বৃহস্পতিবার শেষ দিনের ভোট প্রচারে ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদারের সমর্থনে ভোট প্রচার সারলেন বিজেপি নেতা সজল ঘোষ।  

 'বিধাননগরে ( Bidhannagar Municipal Corporation Election 2022 )  কলকাতা পুরভোটের পুনরাবৃত্তি হলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাইপাস-সহ সব রাস্তা বন্ধ করে দেব', বিস্ফোরক বিজেপি নেতা সজল ঘোষ। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বিধাননগর পৌর নিগমের ভোট। বৃহস্পতিবার শেষ দিনের ভোট প্রচারে ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদারের সমর্থনে ভোট প্রচার সারলেন বিজেপি নেতা তথা কলকাতা করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ (Sajol ghosh) । সল্টলেকের বৈশাখী আবাসন-সহ ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করলেন সজল ঘোষ। উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্যও।

'যদি ভোটটা হতে দেয়, ১০০ শতাংশ জিতবে' 

Latest Videos

এদিন সজল ঘোষ বলেন, 'জিতবে। হ্যান্ডেড পার্সেন্ট এখান থেকে জিতবে। যদি ভোটটা হতে দেয়, তাহলে তৃণমূলকে কেউ ভোট দেবে না। এগুলো সব এতো বড় বড় সব তোলাবাজ সিন্ডিকেটরাজ আসলে এগুলোকে মানুষ ঘৃণা করে। মানুষ ভোট দিতে পারছেন না। মানুষ যদি একটু জেগে ওঠে। মানুষ যদি তেড়ে বের হয় তাহলে টিউবওয়েল ও জিতবে, পদ্মফুল অনেক বড় ব্যাপার। মানুষ এদের কেন ভোট দেবে। কীসের জন্য ভোট দেবে। এদেরকে ভোট দেওয়ার কারণটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ষাট পয়ষট্টির পর অবসর নেওয়া উচিত, তাহলে অনিতা মন্ডলেরও করা উচিত। কেউ ভোটের দিন ঘোষণার পর থেকে মারছে আবার কেউ ভোটের দিন মারবে বলে ঠিক করেছে। তুমি যদি কাজ করেছ তাহলে তোমার ভয় কিসের। এইভাবে ভোট জিতবে কেন। এভাবে জিতলে তো আসলে বদনাম হয়। গণতান্ত্রিক ভাবে জিততে পারবে না তাই এভাবে জিততে চায়।'

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার-আক্রান্ত বিজেপি বিধায়ক মিহির', বিস্ফোরক শুভেন্দু

 'বিধাননগরে কলকাতা পুরভোটের পুনরাবৃত্তি হলে শুভেন্দুর নের্তৃত্বে সব রাস্তা বন্ধ করে দেব'

তিনি এদিন আরও বলেন,' বিধাননগরে আমাদের শক্তি কম। কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাই, বিধাননগরে যদি কলকাতা নির্বাচন বা ২০১৫ সালের পুনরাবৃত্তি হয় তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাইপাস-সহ সব রাস্তা বন্ধ করে দেব। সারা বাংলায় এই আন্দোলন চলবে। বিহারে এটা হয় না। ইউপিতে এটা হয় না। শুনতে খারাপ লাগে যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, বাংলা হতে দেবো না উত্তরপ্রদেশকে। বিহার উত্তরপ্রদেশের ভোটে এরকম হয় না। যেটা এখানে হয়। একটা বাঙালি হিসাবে এটা খুব যন্ত্রণার।' ভোটে কেন্দ্রীয় বাহিনী নেওয়ার ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। এপ্রসঙ্গে তিনি বলেন, 'ও তো তৃণমূলের শাখা সংগঠন। কেন্দ্রীয় বাহিনী আসবে  এবং হোম গার্ড গুলো মার্চ করাবে। এটা করলে লাভ হবে না। কেন্দ্রীয় বাহিনী আনলে তাকে কেন্দ্রীয় দিয়ে কন্ট্রোল করতে হবে। যদি কেন্দ্রীয় কন্ট্রোলে কেন্দ্রীয় বাহিনী আসে তাহলে সুফল পাবেন। না হলে পাবেন না।'

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024