বাংলায় ২৫০ আসন লক্ষ্য বিজেপি-র, তৈরি হচ্ছে রণকৌশল

  • বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপি 
  • ২৫০ আসনে জেতা লক্ষ্য
  • তৈরি হচ্ছে ব্লু প্রিন্ট
  • সংগঠনকে আরও শক্তিশালী করা লক্ষ্য

শুধু বাংলায় ক্ষমতা দখল নয়, তৃণমূলকে দুরমুশ করে বিধানসভায় নির্বাচনে জয়লাভকেই পাখির চোখ করছে বিজেপি। সংবাদসংস্থার খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে অন্তত ২৫০ আসন পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। তার জন্য ব্লুপ্রিন্টও তৈরি করছে তারা। 

এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে তেইশটি আসনের লক্ষ্যমাত্রা ছিল বিজেপি-র। তেইশটি আসন না পেলেও আঠারোটি আসনে জিতে তৃণমূলের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে গেরুয়া বাহিনী। বিধানসভার নিরিখে, বিজেপি প্রায় ১২৮টি আসনে এগিয়ে রয়েছে। 

Latest Videos

রাজ্যে বিজেপি-র পক্ষে যে জনসমর্থনের ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাকে হাতছাড়া করতে রাজি নয় বিজেপি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। বরং ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসাই বিজেপি-র লক্ষ্য। ঠিক যেভাবে ২০১৫ সালে উত্তর প্রদেশে ক্ষমতা দখল করছিল বিজেপি। 

রণকৌশলের অঙ্গ হিসেবে, রাজ্য বেশি করে শিল্পায়ন এবং কর্মসংস্থান তৈরি করার মতো ইস্যুর বিষয়গুলির উপরে জোর দিয়ে এরাজ্যে জনসমর্থন আরও বাড়ানোর চেষ্টা করবে বিজেপি। একই সঙ্গে এরাজ্যে নাগরিকত্ব আইন সংশোধনী বিল এবং এনআরসি প্রণয়নের মতো প্রতিশ্রুতিও দেবে বিজেপি। 

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, "লোকসভা নির্বাতচনে আমার তেইশ আসন টার্গেট করে আঠারোটি আসন পেয়েছি। এবার আমাদের টার্গেট ২৫০ আসন। সেভাবেই আমরা নির্বাচনী রণকৌশল তৈরি করব যাতে ওই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি।"

একই সঙ্গে সংগঠনকেও আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষকে বিজেপি-তে যোগদান করানোর পাশাপাশি আরও বেশি সংখ্যায় রাজনৈতিক কর্মীদেরও দলে নিয়ে সংগঠন মজবুত করতে চাইছে বিজেপি। 

Share this article
click me!

Latest Videos

১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে | South 24 Parganas News
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র