বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা। বিজেপি নেতার নাম তিলক বর্মন। হাঁসখালি থানার ৩৮ নম্বর জেলা পরিষদের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
সূত্রের খবর, রাত ৮টা নাগাদ তিনি বাড়ির সামনে একটি কমপ্লেক্সের সামনে ছিলেন। অভিযোগ, সেই সময়েই আচমকা ২০-৩০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে তিলক বর্মনের উপরে অতর্কিত হামলা চালায়। তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও সব গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরে লোহার রড এবং হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিলক বর্মন।
মারধর করার পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিলক বর্মনের পরিবারের অভিযোগ, বিজেপি করার কারণেই হাসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তিলক বর্মনকে বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে এবং সারা শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।