খড়্গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হতে না হতেই খড়্গপুরে ভোটে জিততেই 'বিজেপি কর্মী দ্বারা' আক্রান্ত হিরণ চট্টোপাধ্যায় ৷
খড়্গপুরে (Kharagpur) ভোটে জিততেই 'বিজেপি কর্মী দ্বারা' আক্রান্ত হিরণ চট্টোপাধ্যায় ( BJP Leader Hiran Chatterjee) ৷ খড়্গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ বিধানসভাতে জয়লাভ করার পরে পৌরসভা নির্বাচনেও জয়ী হতে গিয়ে হিরণকে দলেরই একদল কর্মীদের বিরুদ্ধে লড়তে হয়েছে ৷ কিন্তু জয়লাভ করার পরেও দলের কর্মীদের কাছে আক্রান্ত হিরণ সহ এক দল কর্মীর ৷ পাল্টা হিরণের বিরুদ্ধেও অভিযোগ করেছেন বিজেপির পুরনো কর্মী চঞ্চল কর ৷ বৃহস্পতিবার সন্ধায় দলের কর্মীদের নিয়ে বৈঠকেই আক্রান্ত হয়ে বিষয়টি নিয়ে একে অপরের বিরুদ্ধে পুলিশের (Police) কাছে করেছেন নালিশ ৷
খড়্গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়টি বিজেপি কর্মী চঞ্চল কর-এর বাড়ি সংলগ্ন ৷ স্থানীয় তালবাগিচা এলাকার পরিচিত বিজেপি নেতা চঞ্চল কর ৷ ২০২১ এর ১৫ আগষ্ট তাঁর বাড়ি সংলগ্ন বিজেপি কার্যালয়টির উদ্বোধন করেছিলেন চঞ্চল ৷ সেই থেকেই বিজেপির স্থানীয় কাজ কর্ম ওই কার্যালয়েই হয়ে থাকে ৷ চঞ্চল করও হিরণের সঙ্গে পৌর প্রচারে প্রথম দিকে নেমেছিলেন ৷ কিন্তু অল্প কয়েকদিনেই তাদের মধ্যে ফাটল ধরে মতপার্থক্যের কারনে ৷পরে তাদের দ্বন্দ চরম আকার ধারন করে ৷ এমনকি হিরণকে হারাতে ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে ফোন করে পদক্ষপও নাকি নিয়েছিলেন বলে চঞ্চলের বিরুদ্ধে অভিযোগ করেছেন হিরণ ৷ তারপরও হিরণ জয়লাভ করেছে নিজের ওয়ার্ডে ৷ জয়লাভ করে বৃহস্পতিবার রাতে হিরণ তালবাগিচার সেই বিজেপি কার্যালয়ে যখন বৈঠক করছিলেন তখনই চঞ্চল ও তার কয়েকজন কর্মী হটাত সেই বৈঠকে আক্রমন করে বলে অভিযোগ হিরণের ৷
আরও পড়ুন, শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালন, বর্ণাঢ্য অনুষ্ঠান বেলুড় মঠে
বিজেপি বিধায়ক তথা নব নির্বাচিত কাউন্সিলার হিরণ বলেন, হঠাৎ করে চঞ্চল কয়েকজন লোক নিয়ে এসে আমাদের বৈঠকে সকলকে টানা হেঁচড়া করে ৷ মহিলাদেরও গায়ে হাত দিয়ে, হাত ধরে টেনে হেনস্থা করে ৷ পরে আমাকেও ঠেলে বের করার চেষ্টা করলে সকলে প্রতিবাদ করে ৷ এই চঞ্চল নির্বাচনের আগে প্রতি বাড়িতে বাড়িতে ফোন করে ভোটারদের হুমকি দিয়েছে আমাকে যাতে ভোট না দেওয়া হয় ৷ উল্টে বলেছে ১ নং বোটাম টিপে ভোট দিলে প্রতি ভোটারকে ৫০০ টাকা করে দেওয়া হবে ৷ রীতিমতো গদ্দারি করেছে ৷ওই কার্যালয়টি বিজেপির হিসেবে ছিল ।কারও ব্যক্তিগত নয় ।পুলিশকে বিষয়টি জানিয়েছি ৷
আরও পড়ুন, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কি কলকাতা
অভিযোগ অস্বীকার করেছে চঞ্চল কর বলেন, 'অভিযোগ ভিত্তিহীন। আমার বাড়িতেই এই কার্যালয়টি। সেই কার্যালয়ে প্রবেশ করতেই আমাকে হেনস্থা করা হয়েছে । আমি নাকি গদ্দারি করেছি । আমি শুরু থেকেই দলের হয়ে কাজ করেছিলাম । কিন্তু ওনার ভুয়ো প্রতিশ্রুতীর কারনে আমাকে সরে যেতে হয়েছে । কারন আমি স্থানীয়,মানুষকে ভুল বোঝালে পরে তার খেসারত আমাকে দিতে হবে ।তাই আমার নামে মিথ্যে রটানো হয়েছে। আমাকে মেরে বের করে আমার মোবাইল পর্যন্ত ছাড়িয়ে নিয়েছে ওরা । পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছি । জানিনা পুলিশ ব্যাবস্থা নেবে কিনা। ঘটনায় বিজেপির কোন্দল চরমে খড়্গপুরে।'