অর্জুন সিংয়ের বাড়ির সামনেই বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি, বাড়িঘর-দোকান লুঠ

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা। শুক্রবার দুপুরে বিজেপি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটল

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা। শুক্রবার দুপুরে বিজেপি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার জগদ্দল থানা এলাকার  মেঘনা মোড়ে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পাশে বিজেপি সমর্থকদের দোকান, বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 

Latest Videos

লুঠপাটের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় দলীয় কর্মীদের বলে অভিযোগ। অঊিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুরের এসিপি সুব্রত মন্ডল নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত বিজেপি পরিবারের সদস্যদের অভিযোগ দুপুরে হঠাৎই স্থানীয় দুষ্কৃতী নমিত সিং, অমিত সিং ও প্রকাশ সিংয়ের নেতৃত্বে দশ থেকে ১২ ১০/১২ জনের একটি দল আসে। এসে বাড়ী বাড়ী ঢুকে বাড়ীর ছেলেদের খোঁজ করে। তাদের না পেয়ে অশ্রাব্য গালিগালাজ করে। 

অভিযোগ দুষ্কৃতীরা দোকানের মালপত্র, আসবাব ভেঙে রাস্তায় ফেলে দেয়। লুঠপাট করে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। তাদের হাতে লাঠি ও রড ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত বৃদ্ধা মুন্নি দেবী। দিনে দুপুরে জনবহুল এলাকায় পুলিশের নিস্ক্রিয়তায় হতবাক এলাকাবাসী। বুধবার জাতীয় মানব অধিকার সংগঠন তার রিপোর্ট পেশ করে এই সমস্ত এলাকায় ভোট পরবর্তী হিংসার নিন্দা করেছেন। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই একই ছবি ধরা পড়ল। এই ঘটনায় তৃণমূলের তরফে কেউ মুখ খুলতে চায়নি।  

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News