বঙ্গে ২১-এর লক্ষ্য স্থির অমিত শাহের, '২০০-র বেশি আসন নিয় ক্ষমতায় আসবে বিজেপি'

  • রাজ্য সফরে এসে তৃণমূল সরকারকে তোপ
  • বাঁকুড়া থেকে একের পর এক তোপ অমিত শাহের
  • মমতা সরকারের মৃত্য়ুঘণ্টা বেজে গিয়ে বলে জানান শাহ
  • এবার বিধানসভা নির্বাচনে বিজেপির সিট সংখ্যা জানালেন তিনি
     

২০০-র বেশি আসন নিয়ে আগামি বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বাঁকুড়া দলীয় বৈঠক থেকে আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন বিজেপি  সেনাপতি। একইসঙ্গ রাজ্য বিজেপির নেতা-কর্মীদের তিনি বলেছেন, 'নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামি দিনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

Latest Videos

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যু ঘণ্টাও বেজে গিয়েছে বলে এদিন বলেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‌এই রাজ্যে বিজেপি কর্মীদের যেভাবে খুন করা হচ্ছে, যেভাবে তাঁদের ওপর শাসকদলের দমনপীড়ন নীতি চলছে, তাতে আমি পরিষ্কার দেখতে পারছি যে মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’‌ রাজনৈতিক মহলের মতে, ২০০-র বেশি আসনের আশ্বাসবাণী দিয়ে বঙ্গ বিজেপি ব্রিগেডকে কার্যত বিধানসভা নির্বাচনের টার্গেট দিয়ে দিয়েছেন শাহ। অন্য রাজ্যের জয়ের সঙ্গে বাংলা জয়ের কোনও তুলনা করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সেই মতো প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন দলীয় নেতা কর্মীদের। 

এদিন বাঁকুড়া থেকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নানাবাবে বিঁধেছেন অমিত শাহ। তার কথায়,'কৃষকরা কেন্দ্রীয় সরকারের নান প্রকল্পের পাঠানো টাকা পাচ্ছেন না। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আদিবাসীদের। এভাবে কেন্দ্রীয় প্রকল্প আটকে বিজেপি–কে রোখা যাবে না। মমতা সরকারের ওপর বাংলার মানুষ আজ বীতশ্রদ্ধ। স্পষ্ট জনরোষ দেখা যাচ্ছে।’‌ দেশের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য, বাংলার যুব সম্প্রদায়ের রোজগারের ব্যবস্থা করার জন্য এবং বাংলা থেকে দারিদ্র দূর করার জন্য তৃণমূল সরকারকে তুলে ফেলে দেওয়ার ডাক দিয়েছেন অমিত শাহ।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari