চাকরি দেওয়ার নামে প্রতারণা, সিআইডির দৌলতে শ্রীঘরে শিক্ষক

 

  • গ্রেফতার চাঁদুর হাইস্কুলের শিক্ষক
  • গ্রেফতার করল সিআইডি
  • শিক্ষকের গ্রেফতার ঘিরে  আরামবাগ এলাকায় চাঞ্চল্য 
  • খড়গপুরে ভুয়ো কম্পিউটার সেন্টার খুলে প্রতারণা

Asianet News Bangla | Published : Dec 13, 2019 7:53 AM IST / Updated: Dec 13 2019, 01:26 PM IST


প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার স্কুলের শিক্ষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ এলাকায়। খড়গপুরে প্রতারণার অভিযোগে গ্রেফতার চাঁদুর হাই স্কুলের শিক্ষক শিশির দোলুই।

 চাঁদুর হাইস্কুলের শিক্ষক শিশির দোলুইয়ের নামে এর আগেও ভুরি ভুরি প্রতারণার অভিযোগ জমা পড়ে আরামবাগ থানায়। এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তাঁকে থানায় ডেকে পাঠানও হয়। এবার শিশির দোলুইকে সরাসরি গ্রেফতার করল সিআইডি।

Latest Videos

অভিযোগ খড়গপুর শহরে ভুয়ো কম্পিউটার সেন্টার খুলেছিলেন শিশির দোলুই। চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে খড়গপুর থানায় অভিযোগ জমা পড়ে। সেখান থেকেই আর্থিক প্রতারণার মামলাটি হাতে নেয় সিআইডি। 

সিআইডি  তদন্তে নেমে দেখে ওই  ভুয়া কম্পিউটার সেন্টার টির আড়ালে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হত। এই সেন্টারের কিং পিন ছিল  এই মাস্টারই । এরপর  সিআইডি র একটি টিম আরামবাগ থানার সহযোগিতায় ওই মাস্টার কে গ্রেফতার করে নিয়ে যায়।
 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের