'ঢিলেমি নয়, জনস্বার্থে কাজ করুন', উত্তরকন্যায় বৈঠকে আধিকারিকদের ধমক মমতার

Published : Sep 29, 2020, 11:21 PM IST
'ঢিলেমি নয়, জনস্বার্থে কাজ করুন', উত্তরকন্যায় বৈঠকে আধিকারিকদের ধমক মমতার

সংক্ষিপ্ত

আটমাস পর উত্তরবঙ্গ সফরে মুখ্য়মন্ত্রী জনস্বার্থে কাজ করার বার্তা মমতার একশো শতাংশা কাজের প্রতি গুরুত্ব দিলেন কাজ ঢিলেমির কড়া হুঁশিয়ারি মমতার

করোনাভাইরাসের আবহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে প্রথমে ধাক্কা দিয়ে আবহাওয়ার খারাপ পূর্বাভাস। প্রথমবার সাময়িক বিরতির পর সোমবার উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রথম দিনের বৈঠকে জনস্বার্থে কাজের প্রতি গুরুত্ব দিলেন মমতা।

আট মাস পর উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী। করোনা আবহে প্রথমবার জেলা সফরে মমতা। শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে একশো শতাংশ কাজের প্রতি গুরুত্ব দিলেন মমতা। প্রশাসনিক আধিকারিকদের ধমক দিয়ে বললেন, কাজে ঢিলেমি দিলে কড়া ব্যবস্থা নিতে হবে। প্রতিটি দফতরের কাজের খুঁটিনাটি খোঁজখবর নিলেন মমতা। 

প্রশাসনিক আধিকারিকদের কাজের খতিয়ান দেখে বললেন, ''একশো শতাংশ কাজ যেন হয়। পেনশন আটকানো যাবে না। যাঁরা টাকা দিয়ে কাজ করছেন না রিপোর্ট পেলে কড়া ব্যবস্থা নেব''। আগামী তিনমাসের মধ্যে কাজ শেষ করার হুঁশিয়ারি দিলেন মমতা। প্রয়োজনে প্রশাসনিক কর্তারাই যেন মাঠে নেমে কাজ করেন। উদ্বাস্তুদের জমি সমস্যা সমাধান থেকে শুরু করে শ্রম দফতরের অল্প যেসব কাজ বাকি আছে তা দ্রুত শেষ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR-এর আবহে ভয়ংকর ছবি! আবর্জনার বস্তা খুলতেই বেরোল একরাশ ভোটার কার্ড
DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট