ফণী-র দাপটে ভেস্তে গেল ভোট প্রচারের পরিকল্পনা, জনসভা বাতিলের ডাক মুখ্যমন্ত্রীর

ফণী-র পা ওড়িশ্যার বুকে পরা মাত্রই সতর্কতা জারি রাজ্য জুড়ে। তরিঘরি রদ বদল মুখ্যমন্ত্রীর কর্মসূচীতেও।

ফণী-র তাণ্ডব দেখে তরিঘরি রদ বদল মুখ্যমন্ত্রীর। বাতিল করলেন আগামী ৪৮ ঘন্টার সমস্ত কর্মসূচী। শুক্রবারই নির্দিষ্ট সময়ের পূর্বেই ওড়িশার বুকে আছরে পরল ফণী। তাই তরিঘরি বিভিন্ন জায়গায় ত্রাণ শিবিরের কাজ শুরু হল জোর কদমে। সকাল থেকেই চলছে আশঙ্কা প্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার কাজ।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে ওড়িশা থেকে দীঘা মন্দারমণি হয়ে মেদিনীপুরের দিকেই ধেঁয়ে আসবে ফণী। তাই সতর্কতা এখন তুঙ্গে, সেই দিকেই নজর রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে বাতিল হল দুই এলাকার জনসভা। ঘাটাল ও চন্দ্রকণায় শুক্রবার বেলাতেই জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগামী ১২ই মে, রাজ্যে ষষ্ঠ দফার ভোটে দুই উল্লেখযোগ্য কেন্দ্র হল মেদিনীপুর ও ঘাটাল, হাতে মাত্র আর মাত্র আট দিন। এমনই অবস্থায় ফণী-র দাপটে লণ্ডভণ্ড ভোট প্রচারের পরিকল্পনা।

Latest Videos

শুক্রবার সকালে ফণী-র অবস্থান দেখে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোন বৈঠক হবে না এই দিন। পরিকল্পনা অনুযায়ী তিনি যথা সময়ে পৌঁচ্ছে গেছিলেন মেদিনীপুরে, তবে সেখান থেকেই চালাবেন পরিস্থিতির ওপর নজরদারী, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবরকমভাবে পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য সরকার, দফায় দফায় বৈঠকের মাধ্যমে নেওয়া হয়েছে কড়া সিদ্ধান্ত। সবাইকে উদ্বেগ না বাড়িয়ে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী