বাঁকুড়ায় একলাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিন,আতঙ্কের প্রহর গোনা শুরু

Published : May 24, 2020, 08:46 PM IST
বাঁকুড়ায় একলাফে করোনা আক্রান্তের সংখ্যা  বেড়ে তিন,আতঙ্কের প্রহর গোনা শুরু

সংক্ষিপ্ত

বাঁকুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিন   গত ২২মে এক কিশোরের নমুনা পজিটিভ আসে সেই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন আক্রান্ত  বাঁকুড়া জেলায় ফের দুজনের লালারসের নমুনা পজিটিভ

বাঁকুড়ায় একলাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন ।  গত ২২ মে বাঁকুড়া জেলায় প্রথম পাত্রসায়েরে এক কিশোরের লালারসের নমুনা কোভিড নাইনটিন পজিটিভ বলে ঘোষণা করে জেলা প্রশাসন।  সেই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বাঁকুড়া জেলায় ফের দুজনের লালারসের নমুনা পজিটিভ আসে। 

এবার করোনা পজিটিভ দুই রোগীরই বাড়ি ছাতনা ব্লক এলাকায় বলে জানা গেছে। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, নতুন করে করোনা আক্রান্ত ওই দুই রোগীর পরিবারের মোট চারজনকে ইন্সিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই দুই রোগীর সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। 

আক্রান্ত দুজনের মধ্যে একজন গত ১৪ মে কলকাতায় ফিরে যাওয়ায় বিষয়টি কলকাতার স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।  অপরজনকে দুর্গাপুরের বেসরকারি কোভিড হাসপাতালে পাঠানোর সব ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর।  আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ২৮ ও অপরজনের ৬৫ বছর। দুজনেই কলকাতা থেকে গত সপ্তাহে ছাতনা ফেরে। ১৪ তারিখ ওই দুজনের  লালারসের নমুনা সংগ্রহ করা হয়।

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া