ঘূর্ণিঝড় যশ - ওড়িশাকে ৫০০ কোটি ক্ষতিপূরণ, বাংলা-কে কত দিলেন প্রধানমন্ত্রী মোদী


সাইক্লোন যশ (Cyclone Yaas)-এর দাপটে ক্ষতিগ্রস্ত ৩ রাজ্য়

মোট ১০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ওড়িশা পাচ্ছে ৫০০ কোটি টাকা

বাংলার জন্য বরাদ্দ করা হল কত টাকা

সাইক্লোন যশ (Cyclone Yaas) বিধ্বস্ত ৩ রাজ্য়ের জন্য ক্ষতিপূরণ হিসাবে ১০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রথমে ওড়িশা তারপর বাংলায় এসে ঘূর্ণিঝড়ের ক্ষতির প্রাথমিক পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। তারপরই এই বরাদ্দ ঘোষণা করা হল। এরমধ্যে ওড়িশাকে অবিলম্বে ক্ষতি সামলাতে সাহায্য দেওয়া হচ্ছে ৫০০ কোটি টাকার। কিন্তু, বাংলা পেল কত? তা এখনও জানা যায়নি।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ওড়িশাকে ৫০০ কোটি টাকা সহাযতা দেওয়ার পর যে ৫০০ কোটি টাকা পড়ে থাকবে, তা ভাগাভাগি করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ এবং আরেক ক্ষতিগ্রস্ত রাজ্য ঝাড়খণ্ড-কে। শীঘ্রই দুই রাজ্যের ক্ষতি মূল্যায়নের জন্য কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে। তারা পরিদর্শনেকর পর যে প্রতিবেদন জমা দেবেন, সেই প্রতিবেদন অনুযায়ী ঠিক করা হবে, ৫০০ কোটি টাকার কতটা পাবে বাংলা, আর কতটা ঝাড়খণ্ড।

Latest Videos

এই রাজ্যভিত্তিক সহায়তা ছাড়াও, ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগতভাবেও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘূর্ণিঝড় যশের দাপটে প্রাণ হারিয়েছেন যাঁরা, তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এক্স গ্রাসিয়া দেওয়া হবে। আর আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে।

এদিন, কলাইকোন্ডায় প্রধানমন্ত্রীর বিপর্যয় পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থাকতে পারেননি। তবে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন কলাইকোন়্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করো ক্ষয়ক্ষতি নিয়ে একটি রিপোর্ট জমা দেন। কেন্দ্রের কাছে, দিঘার উন্নয়নের জন্য ১০,০০০ এবং সুন্দরবনের উন্নয়নের জন্য ১০,০০০ - মোট ২০,০০০ কোটি টাকা সহায়তার দাবি জানিয়েছে রাজ্য।

Share this article
click me!

Latest Videos

হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari