আবারও লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ

Published : Oct 19, 2020, 06:47 PM ISTUpdated : Oct 19, 2020, 06:55 PM IST
আবারও লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ

সংক্ষিপ্ত

আবারও রেল অবরোধ লোকাল ট্রেনের দাবিতে এবার বিক্ষোভ নদিয়ায় বিক্ষোভ করে ব্লক জাতীয় কংগ্রেস স্পেশাল ট্রেন আটকে চলে বিক্ষোভ

মৌলিককান্তি মন্ডল, নদিয়া: করোনার জন্য একরকম থমকেই গিয়েছিল জনজীবন। এখন আস্তে আস্তে প্রতিনিয়ত স্বাভাবিক হচ্ছে সব কিছুই। তবে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দূরপাল্লার ট্রেন চালু হলেও এখন লোকাল ট্রেন পরিষেবা থমকেই রয়েছে। যার জেরে প্রতিদিন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। করোনার আগে প্রতিদিন এক বিপুল সংখ্যক মানুষ লোকাল ট্রেনেই যাতায়াত করতেন। করোনা পরিস্থিতির ফলে লোকাল ট্রেন পরিষেবা একেবারেই বন্ধ এখন। তবে প্রতিদিনই কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষদের আর তাতেই সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। এছাড়াও ট্রেন না চলায় সমস্যায় পড়েছেন হকার থেকে শুরু করে স্টেশনের ব্যবসাদাররাও। 
ট্রেন না চলায় সাধারণ মানুষকে বাসে করে যেতে হচ্ছে কর্মস্থলে। বাসের ভাড়া বেশি হওয়া অনেক মানুষকেই সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এছাড়াও সমস্যায় পড়েছেন ট্রেনের হকার থেকে শুরু করে স্টেশনের ব্যবসাদাররা। ট্রেন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। আর সেই কারণেই অর্থিক কষ্টের মধ্যে দিন কাটছে এখন তাদের। আর সেই কারণেই বারবার সাধারণ মানুষকে ট্রেনের দাবিতে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। এবার সেই একই কারণে লোকাল ট্রেন চালানোর দাবিতে সোমবার দুপুরে নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে প্রতীকী অবরোধ করে ব্লক জাতীয় কংগ্রেস। এদিন দুপুরে তারা স্পেশাল ট্রেনের সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীদের দাবি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ট্রেন চলাচল। কাজকর্ম না থাকায় টান পড়েছে বহু ব্যবসাদারদের রুটিরুজিতে। তাদের দাবি অবিলম্বে এইসব মানুষদের কথা ভেবে সরকারি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়াও তাদের দাবি যত শীঘ্র সম্ভব ট্রেন চালানোর ব্যবস্থা করা হোক। যাতে ট্রেনের ওপর যাদের রোজগার নির্ভর করে তাদের না খেতে পেয়ে মোরতে না হয়। এই দাবিতেই বেশ কিছুক্ষণ সময় ধরে বিক্ষোভ দেখায়। পরে রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান