সবজির বস্তার আড়ালে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার তিন পাচারকারী

Published : Jul 07, 2021, 07:26 PM IST
সবজির বস্তার আড়ালে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার তিন পাচারকারী

সংক্ষিপ্ত

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি পুলিশের সবজি, পাটের বস্তা থেকে উদ্ধার মাদক কোটি টাকার মাদক উদ্ধার চোখ কপালে পুলিশ আধিকারিকদের

বাইরে থেকে দেখে এতোটুকু আন্দাজ করার উপায় নেই। তবে ধরা পড়তেই রীতিমতো বুধবার চোখ কপালে উঠে গেছে ভারত-বাংলাদেশ সীমান্তের উচ্চ পুলিশ আধিকারিকদের। শেষে কিনা সামান্য পাট, সবজি আর পেঁয়াজের বস্তার আড়ালে কোটি টাকার মাদক। উন্নত মানের হেরোইন পাচার করার সময় পুলিশের জালে গ্রেফতার হলো হেরোইন সহ ৩ পাচারকারী।

মুর্শিদাবাদের জোড়া বেলতলা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার উন্নত মানের ১ কেজি হেরোইন। ওই কোটি টাকার হেরোইন সবজি ও পেঁয়াজের বস্তার আড়ালে গাড়িতে করে মুর্শিদাবাদ সীমান্ত থেকে উত্তরবঙ্গে নিয়ে যাচ্ছিল। তারপর এই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। 

শুধু তাই নয় ধৃতদের কাছে থেকে টাকাও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, তারা বিপুল কোটি টাকার হেরোইন ভারত বাংলাদেশের মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছিল। পুলিস গাড়িটিকে আটকায়, তারপরে  তিনজনকে জেরা শুরু হয়। ধৃত আবু হাসান মিঞা, জিয়ারুল হক ও রোহন ইসলাম। চলছে ম্যারাথন জেরা।

PREV
click me!

Recommended Stories

নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার | Suvendu Adhikari
নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার