জলের তলায় লাইন, হাওড়া-শিয়ালদা থেকে নয়া সময়ে ছাড়বে এইসব ট্রেন, দেখুন তালিকা

একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে পূর্ব রেলকে। বেশ কিছু ট্রেন নতুন সময়ে ছাড়বে বলে স্থির হয়েছে। 

গোটা কলকাতা ভাসছে। বর্ষার মরশুমের শেষের দিকে এই প্রবল বর্ষণে রীতিমত নাভিঃশ্বাস উছেঠে শহরবাসীর। বৃষ্টি চলবে মঙ্গলবারও, এমনই পূর্বাভাস। কিন্তু এরই মধ্যে জল থইথই বানভাসী তিলোত্তমা (Kolkata Rain)। স্বাভাবিকভাবেই একাধিক ট্রেন বাতিল (Train Cancel) করতে হয়েছে পূর্ব রেলকে। বেশ কিছু ট্রেন নতুন সময়ে ছাড়বে (Train Reschedule) বলে স্থির হয়েছে। দেখে নিন সেই তালিকা। 

Latest Videos

নতুন সময়ে ছাড়বে যে ট্রেনগুলি, সেগুলি হল-

১. ০১০৫২ হাওড়া লোকমান্য তিলক স্পেশাল রাত ৮টার পরিবর্তে ১০.২৫ মিনিটে ছাড়বে। লিংক ট্রেন দেরি করায়, এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 

২. প্রবল বর্ষণ ও জলমগ্ন অবস্থার ফলে কলকাতা স্টেশনের পরিবর্তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে দুটি ট্রেন। একটি হল ০৩১১৪ লালগোলা-কলকাতা স্পেশাল, আরেকটি হল ০৩১৫৯ কলকাতা যোগবানী স্পেশাল। কলকাতা যোগবানী স্পেশাল শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত ৮.৫৫ মিনিটে। 

কলকাতা স্টেশন পুরোপুরি জলের তলায় ডুবে যাওয়ায় বেশ কয়েকটি ট্রেন বাতিল বলে ঘোষণা করেছে পূর্ব রেল। সেগুলি হল 

০৫২৩৩ কলকাতা দ্বারভাঙা স্পেশাল
০৩১৩৭ কলকাতা আজমগড় স্পেশাল
০৩১৪৫ কলকাতা রাধিকাপুর স্পেশাল
০৩১১৩ কলকাতা লালগোলা স্পেশাল

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, যাত্রীদের অসুবিধার কথা বুঝতে পারছে পূর্ব রেল। কিন্তু যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 

উল্লেখ্য, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার সৌজন্যে রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার চলছে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। সুতরাং বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সোমবারও অব্যাহত ছিল বৃষ্টি, মঙ্গলবারও একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।  

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed