পুরনো নথি অমিল, এনআরসি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু আলিপুরদুয়ারে

 

  • এনআরসি আতঙ্কে এবার মৃত্যু আলিপুরদুয়ারে
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক প্রৌঢ়
  • একমাস ধরে এনআরসি নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি
  • পুরনো নথি খুঁজে পাচ্ছিলেন না তিনি 

Asianet News Bangla | Published : Oct 15, 2019 11:30 AM IST / Updated: Dec 30 2019, 05:33 PM IST

৭১ সালের আগে নথিপত্র খুঁজে পাচ্ছিলেন না। ভোটার কার্ডে বাবার নামও ভুল ছিল। এনআরসি আতঙ্কে এবার আলিপুরদুয়ারে হৃদরোগে আক্রান্ত মারা গেলেন এক ব্যক্তি। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা  করতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।

মৃতের নাম সুলতান মিঞা। বাড়ি, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমারহাট ১ নম্বর পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে। এলাকাটি জলদাপাড়া জাতীয় উদ্যানের একেবারেই লাগোয়া। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত এক মাস ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন সুলতান। আতঙ্ক এতটাই ছিল, যে পুরনো নথিপত্র জোগাড় করার চেষ্টা করছিলেন। কিন্তু, ৭১ সালের আগের বেশ কিছু নথিপত্র খুঁজে পাননি সুলতান মিঞা।  ভোটার কার্ডে আবার বাবার নামও ভুল ছিল।  এর আগে তা সংশোধনের কথা মাথায় আসেনি।  ফলে আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। সোমবার সন্ধ্যায় বাড়িতে স্নান করার সময়ে হৃদরোগে আক্রান্ত বছর ছাপান্নের ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহার জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সুলতান মিঞাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতে গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। খবর পরিবারের সঙ্গে দেখা করতে নতুনপাড়া গ্রামে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই ঘটনার প্রতিবাদে আন্দোলন হবে বলে জানিয়েছেন তিনি।

Latest Videos

অসমে এনআরএস-এর কারণে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হয়েছে কয়েক লক্ষ মানুষকে। আতঙ্ক ছড়িয়েছে এ রাজ্যেও।  প্রশাসনের আশ্বাসেও আতঙ্ক কাটছে না। বাংলার স্রেফ এনআরসি-র আতঙ্কে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১০। পরিস্থিতির উপর নজর রাখছে বাংলাদেশও।  পশ্চিমবঙ্গে এনআরসি হলে 'বাংলাদেশি অনুপ্রবেশকারী'দের কোথায় রাখা হবে? সেই প্রশ্নও উঠেছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M