বহরমপুরের পথ কুকুরদের জন্য সুখবর, এসে গেল নতুন বাহন

Published : Sep 25, 2019, 12:25 AM IST
বহরমপুরের পথ কুকুরদের জন্য সুখবর, এসে গেল নতুন বাহন

সংক্ষিপ্ত

বহরমপুরে সারমেয়দের জন্য চালু বিনামূল্যের অ্যাম্বুল্যান্স পথ কুকুরদের জন্য মিলবে পরিষেবা হেল্পলাইন নম্বরে ফোন করলেই চলে আসবে গাড়ি

বলা হয় তারাই নাকি মানুষের প্রকৃত বন্ধু। অথচ সেই পথকুকুরাই যখন অসুস্থ হয়, তখন ইচ্ছা করলেও তাদেরকে যথাস্থানে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করাই কঠিন হয়ে যায়। খাস কলকাতাতেও এখনও এই সমস্যা প্রকট। আর জেলা শহরগুলিতে তো অবস্থা আরও শোচনীয়। সেখানে পথকুকুরদের চিকিৎসার সামান্য সুবিধেটুকুও পাওয়া যায় না। 

এই সমস্যার সমাধানে বহরমপুর শহরে শুধুমাত্র পথ কুকুরদের জন্য চালু হল অ্যাম্বুল্যান্স পরিষেবা। সম্পূর্ণ বিনা পয়সাতেই পথ কুকুরদের এই গাড়িতে করে পশু হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যাবে। এত কাল অনেক কুকুরই অবহেলা অনাদরে রাস্তার পাশে আহত বা জখম হয়ে পড়ে থাকা কুকরদের দিকে কেউ তাকাতেন না। অনেকের আবার ইচ্ছে থাকলেও ঝঞ্ঝাটের ভয়ে অনেকে পিছিয়ে যেতেন। শেষ পর্যন্ত বিনা চিকিৎসাতেই মৃত্যু হত এই পথ কুকুরগুলির। বহরমপুর ও তার লাগোয়া আশেপাশের প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে এই সারমেয়দের অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাওয়া যাবে। 

বহরমপুরের উত্তরপাড়ার একটি সংস্থার উদ্যোগে এই পরিষেবা শুরু হলো। তিনি বলেন,'ব্যস্ত দুনিয়ায় আজ মানুষের জন্য মানুষের কাছেই সময় থাকেনা। সেখানে রাস্তার অসহায় সারমেয়দের জন্য কে ভাববে? তাদের জন্যেই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। আশা করছি সামনে দিনে সবাইকে যদি পাশে পাই, তাহলে আরও বৃহত্তরভাবে এই পরিষেবার ব্যাপ্তি ঘটানো সম্ভব হবে।'

 জানা গিয়েছে, প্রাথমিকভাবে দু'টি হেল্পলাইন নম্বর (৭৫৪৮০১২২০০,৭৫৪৮০১৪৪০০) চালু করা হয়েছে। এই নম্বর দু'টিতে ফোন করলেই মিলবে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বহরমপুরের বাসিন্দা রুবি রায়, চন্দন রায়রা বলেন, 'এই ভাবনাকে আমরা সকলেই সাধুবাদ জানাচ্ছি। আমাদের জেলাতে এই প্রথম এমন উদ্যোগ শুরু হল। অবশ্যই আমরা এই উদ্যোগের পাশে থাকব।'

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি