নাতিকে চুরি করে পালাল দিদিমা, মায়ের কোলে ফেরাল পুলিশ

Published : Sep 30, 2019, 02:14 PM IST
নাতিকে  চুরি করে পালাল দিদিমা, মায়ের কোলে ফেরাল পুলিশ

সংক্ষিপ্ত

২৪ দিনের শিশুপুত্রকে চুরি  নাতিকে চুরি করল দিদিমা পুলিশের তৎপরতায় মায়ের কোলে শিশু প্রশাসনকে ধন্যবাদ দম্পতির

২৪ দিনের শিশুপুত্র। আর তাকেই কিনা বিক্রি করবে বলে চুরি করেছিল খোদ দিদিমা। এমন ঘটনাই ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। যদিও পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরল সদ্যজাত। 

মন্দিরে ভিক্ষাবৃত্তি করেই সংসার চালান নারায়ণ দাস। পয়লা সেপ্টেম্বর তাঁর স্ত্রী কলকাতার আরজি কর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ তারপর থেকেই সদ্যোজাতকে বিক্রি করার চেষ্টা করছিলেন নারায়ণ দাসের শাশুড়ি। সুযোগ বুঝে নদিয়ার কৃষ্ণগঞ্জে নারায়ণের বাড়ি থেকে শিশুটিকে চুরি করে কলকাতায় পালায় শাশুড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দাস দম্পতি পুত্র সন্তানকে ফিরে পেতে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ জানায়। অবশেষে থানার ওসির তৎপরতায় কলকাতা থেকে সন্তানকে ফিরিয়ে আনা হয় নদিয়ায়। ছেলেকে ফিরে পেয়ে খুশি নারায়ণ দাস ও তাঁর স্ত্রী। পুলিশ , প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাঁরা। 

PREV
click me!

Recommended Stories

মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি
SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট