হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে মুর্শিদাবাদে বাধা পেলেন কৈলাস

  • কলকাতায় লাগাতার মিছিল করছেন তৃণমূল নেত্রী
  •  অথচ মুর্শিদাবাদে আক্রান্তদের দেখতে গিয়ে বাধা পেলেন কৈলাস
  • মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের গো ব্য়াক স্লোগানের মুখে পড়েন তিনি
  • পরে মোড়়গ্রামে যেতে গেলেও সেখানে বাধা দেওয়া হয় তাঁকে 

Asianet News Bangla | Published : Dec 18, 2019 1:16 PM IST / Updated: Dec 18 2019, 06:49 PM IST

কলকাতায় লাগাতার মিছিল করছেন তৃণমূল নেত্রী, অথচ মুর্শিদাবাদে হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে বাধা পেলেন কৈলাস বিজয়বর্গীয়। মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের গো ব্য়াক স্লোগানের মুখে পড়েন তিনি। পরে মোড়়গ্রামে যেতে গেলেও সেখানে বাধা দেওয়া হয় তাঁকে। শেষ পর্যন্ত পুলিশকে বলেও কোনও কাজ হয়নি।

এদিন পালসন্ডায় তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়লে নিজেই গাড়ি থেকে নেমে পড়েন  রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিক্ষোভকারীদের হটাতে সামনে রাখা টোটো সরাতে যান তিনি। কিন্তু সেখানেও কালো কাপড় দেখিয়ে তাঁকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ এই পরিস্থিতির পর মোড়গ্রাম দিয়ে  হিংসায় আক্রান্তদের  দেখার উদ্য়োগী  হন তিনি। কিন্তু সেখানে তাঁকে বাধা দেওয়া হয়। পরে কর্মসূচি বাতিল করে কলকাতায় ফিরে আসেন  কৈলাস।

Latest Videos

এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য় বিজেপির পর্যবেক্ষক বলেন,নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার নামে রাজ্য়ের একাধিক মানুষের বাড়িতে আগুন লাগানো হয়েছে। এই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু পথেই আমাকে আটকে দেওয়া হল। রাজ্য়ের অরাজক অবস্থা বোঝাতে নিজেই মুর্শিদাবাদের ভিডিযো টুইট করেছেন কৈলাস। 

রাজ্য় রাজনৈতিক মহলের মতে, নাগরিকত্ব আইন নিয়ে শাসক দল প্রচারের সুযোগ পেলেও জোর করে বিজেপির মুখ বন্ধ করা হচ্ছে। বার বার মিছিলের অনুমতি চাওয়া হলেও অনুমতি দিচ্ছে না পুলিশ। এই নিয়ে সম্প্রতি সুলেখার মুখেই অভিযোগ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, সারা রাজ্য়ে আগুন জ্বলছে সেখানে নিষ্ক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু যাদবপুরে বিজেপির মিছিল দেখেই আটকাতে সক্রিয় হয়েছে পুলিশ।   

সম্প্রতি  নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে উত্তাল রূপ নিয়েছে রাজ্য়। এখনও অশান্তির আগুন জ্বলছে রাজ্য়ের বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদে হিংসার কারণে কিছু জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় ১৪৪ ধারা জারি থাকাতেই বিজেপি নেতাকে যেতে বাধা দেওয়া হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024