নন্দ উৎসব ও কুঞ্জমেলা ঘিরে নদিয়ার ফুলিয়ায় উৎসবের চেহারা

Published : Mar 22, 2021, 03:08 PM ISTUpdated : Mar 22, 2021, 03:14 PM IST
নন্দ উৎসব ও কুঞ্জমেলা ঘিরে নদিয়ার ফুলিয়ায় উৎসবের চেহারা

সংক্ষিপ্ত

প্রতি বছরের মতোই হল নন্দ উৎসব ও কুঞ্জমেলা আনন্দ-উৎসবে ভাসল নদিয়ার ফুলিয়ায় উমাপুর এলাকা যোগ দেন আশপাশের বিভিন্ন অঞ্চলের বহু মানুষও ১৩৬৫ বঙ্গাব্দে বাংলাদেশের বরাব ধামে এই উৎসবের সূচনা হয়েছিল

পলাশ মজুমদার: অন্যান্য বছরের মতোই এই বছরও নন্দ উৎসব ও কুঞ্জমেলা-কে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠল নদিয়ার ফুলিয়ায় উমাপুর এলাকা। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও বহু মানুষ এই উৎসবে যোগ দিয়েছিলেন।

তিথি নক্ষত্র মেনে ফাল্গুন মাসের প্রথম রবিবার শুরু হয় এই উৎসব। চলে চৈত্র মাসের প্রথম রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যাবেলায়, শ্রীকৃষ্ণের নামকরণ, পুতনা বধ, মনিপারোনা, দধি মন্থন, বস্ত্রহরণ, দুর্গাপূজা, কালী পূজা, জগবন্ধুপূজা, রাসলীলা, মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকা - এই ধরনের বিভিন্ন আখ্যান নিয়ে পালা অনুষ্ঠিত হয়। উমাপুরের ছেলেরাই বংশানুক্রমে এইসব পালায় অভিনয় করেন। মহিলা চরিত্রগুলিতেও অভিনয় করেন পুরুষরাই।

১৩৬৫ বঙ্গাব্দে বাংলাদেশের বরাব ধামে শ্রীকৃষ্ণের জীবনী সংক্রান্ত বিভিন্ন ঘটনা ভক্তবৃন্দদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পূজার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। পরবর্তী কালে শ্রীমৎ শশীমোহন বর্ধন এবং শ্রী কুঞ্জমোহন দাস-এর সাহচর্যে নদিয়ার ফুলিয়ার উমাপুর এলাকায় এই উৎসব পালন শুরু হয়। শান্তিপুর, ফুলিয়া-সহ নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দর সমাগম এবং অংশগ্রহণ থাকলেও, মূলত এলাকাবাসীরাই পালা করে এই উৎসবের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

কৃষ্ণ-আখ্যান নির্ভর পালা ছাড়াও এই উৎসবের অন্যতম আকর্ষণ কীর্তন। উমাপুরের স্থানীয় এক কীর্তন দল বংশ পরম্পরায় কীর্তন পরিবেশন করেন এই উৎসবে। রাধা কৃষ্ণের মিলন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পরের দুটি দিনে চলে কবিগান এবং বাউল গান। এই উপলক্ষে এলাকার সকলের বাড়িতে থাকে সকলের নিমন্ত্রণ। তবে খাবার-দাবার সব অবশ্যই নিরামিষ হওয়া চাই।

দীর্ঘ এক মাস ধরে চলা এই অনুষ্ঠানে বিরতি দেওয়া হয় শুক্রবার। আসলে উমাপুরে যেই সময় এই উৎসবের সূচনা হয়েছিল, সেই সময়ে সেখানে শুক্রবার করে হাট বসতো। সেই কারণেই বন্ধ রাখথা হতো উৎসব। এখন আর সেই হাট না থাকলেও, ওই দিনটিকেই উৎসবের বিরতি হিসাবে মানা হয়। শুধু নদিয়া নয়, কোচবিহার, এমনকী বাংলাদেশেও এই পূজার প্রচলন রয়েছে।
 

 

 

PREV
click me!

Recommended Stories

হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে