Amit Shah Live- বাঁকুড়ায় পা দিয়েই মমতাকে চ্যালেঞ্জ, কর্মসংস্থানে সওয়াল অমিতের

সংক্ষিপ্ত

২ দিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতেই তিনি কলকাতায় পৌঁছন। রাতে নিউটাউনের একটি হোটেলে রাত্রিবাস করেন। এরপর বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি বাঁকুড়ায় উড়ে যান। বৃহস্পতিবার দিনভর তিনি বাঁকুড়া শহরে নান কর্মসূচিতে অংশ নেবেন। সেই সঙ্গে দলীয় সংগঠনের দুটি জোনের সঙ্গে বৈঠকও করবেন। 

12:25 PM (IST) Nov 05

অমিত শাহ-র অভর্থন্যায় এভাবেই সেজেছে বাঁকুড়া শহর

12:20 PM (IST) Nov 05

বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান অমিত শাহর

12:17 PM (IST) Nov 05

বাঁকুড়ায় পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ