'উত্তরের শিল্পকলা' নিয়ে দেবী বন্দনায় বালুরঘাটের মহামায়া ক্লাব

  • বালুরঘাটের নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম  মহামায়া ক্লাব
  • ৬৬ বছরে পদার্পণ করল পুজো
  • এবারের থিম "উত্তরের শিল্পকলা"
  • বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ
     

debojyoti AN | Published : Sep 18, 2019 12:31 PM IST / Updated: Sep 23 2019, 02:43 PM IST

উত্তরবঙ্গের জেলা দক্ষিণ দিনাজপুরের রাজধানী শহর বালুরঘাটের নামকরা পুজোগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহামায়া ক্লাব। প্রতিবছর এই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে  শহরে আসেন বহু মানুষ।  পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। মহামায়া ক্লবের পুজো উদ্যোক্তাদের ব্যস্ততাও এখন তুঙ্গে। দেখতে দেখতে ৬৬ বছরে পা দিল এই পুজো। এবার মহামায়া ক্লাবের থিম উত্তরের শিল্পকলা। উত্তরবঙ্গের বাঁশ শিল্প বিখ্যাত। সেই বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে মণ্ডপ। মূল ভাবনায় শিল্পী সুনির্মল সরকার। প্রতিমা তৈরি করছেন বিষ্ণু পাল। এবার পুজোর বাজেট সাড়ে ছয় লক্ষ টাকা।
 

Share this article
click me!

Latest Videos

‘আপনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না’ কালীঘাট চলো অভিযানে বিস্ফোরক সুকান্ত | RG Kar Protest
পিছু ছাড়ছে না বৃষ্টি! রেইন কোট পড়ে পুজোয় ঘুরতে হবে! বড় আপডেট আলিপুরের | West Bengal Weather Update |
চোখে চোখ রেখে কথা! রচনাকে দেখেই ঝাঁঝিয়ে উঠলেন মহিলারা, বৃদ্ধার প্রশ্নে হতভম্ব! | Rachna Banerjee
দম আছে বস! মমতার বাড়ির সামনে গিয়ে মমতাকেই ধুয়ে দিলেন BJP-র মাফুজা খাতুন | Mafuja Khatun BJP | RG Kar
'আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব' পুজোর মধ্যে ঠিক কীসের পরিকল্পনা শুভেন্দুর? Suvendu Adhikari