'উত্তরের শিল্পকলা' নিয়ে দেবী বন্দনায় বালুরঘাটের মহামায়া ক্লাব

Published : Sep 18, 2019, 06:01 PM ISTUpdated : Sep 23, 2019, 02:43 PM IST
'উত্তরের শিল্পকলা'  নিয়ে দেবী বন্দনায় বালুরঘাটের মহামায়া ক্লাব

সংক্ষিপ্ত

বালুরঘাটের নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম  মহামায়া ক্লাব ৬৬ বছরে পদার্পণ করল পুজো এবারের থিম "উত্তরের শিল্পকলা" বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ  

উত্তরবঙ্গের জেলা দক্ষিণ দিনাজপুরের রাজধানী শহর বালুরঘাটের নামকরা পুজোগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহামায়া ক্লাব। প্রতিবছর এই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে  শহরে আসেন বহু মানুষ।  পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। মহামায়া ক্লবের পুজো উদ্যোক্তাদের ব্যস্ততাও এখন তুঙ্গে। দেখতে দেখতে ৬৬ বছরে পা দিল এই পুজো। এবার মহামায়া ক্লাবের থিম উত্তরের শিল্পকলা। উত্তরবঙ্গের বাঁশ শিল্প বিখ্যাত। সেই বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে মণ্ডপ। মূল ভাবনায় শিল্পী সুনির্মল সরকার। প্রতিমা তৈরি করছেন বিষ্ণু পাল। এবার পুজোর বাজেট সাড়ে ছয় লক্ষ টাকা।
 

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি