দুয়ারে সরকার শিবির নিয়ে এলাকার বাসিন্দাদের পরামর্শ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ, প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়ায় অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
দুয়ারে সরকার শিবির নিয়ে এলাকার বাসিন্দাদের পরামর্শ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Bandopadhay) গালিগালাজ, প্রতিবাদ করতে গেলে তৃণমূল (TMC) নেতার (Leader) মাথা ফাটিয়ে দেওয়ায় অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের কনুয়া কাবিলখানি এলাকায়। গুরুতর জখম ওই নেতা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
জখম ওই তৃণমুল কর্মীর নাম গুলজার আলম (৩৪)। জানা গিয়েছে,আগামী ১৬ অগাষ্ট গোটা রাজ্যের প্রতিটি ব্লকের পঞ্চায়েত এলাকায় শুরু হতে চলেছে "দুয়ারে সরকার" কর্মসূচি শিবির। এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পে জনগন সরাসরি আবেদন করতে পারবেন। যায় ফলে জনগণকে বিভ্রান্ত বা হয়রান হতে হবে না। ওই কর্মসূচি নিয়ে এদিন তৃণমূলের অঞ্চল সদস্য গুলজার আলম চাঁচল ১ব্লকের অলিহণ্ডা পঞ্চায়েতের কাবিলখানি এলাকার এক বাসিন্দাকে বোঝতে গেলে ওই সময় বেশ কিছু কংগ্রেস কর্মী তৃণমূল সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।
এর পরেই ওই নেতা প্রতিবাদ করতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে ওই নেতার মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এনিয়ে চাঁচোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য উপহার, এল ১০ কোটি টাকার মার্সিডিজ গাড়ি
সতীত্ব পরীক্ষায় পাশ করে তবেই যোগ সেনাবাহিনীতে, মহিলা জওয়ানদের জন্য বিতর্কিত নিয়ম বাতিল
বন্ধ হয়ে যাচ্ছে এসবিআই সহ কয়েকটি ব্যাংকের লক্ষাধিক অ্যাকাউন্ট, আপনারটি এই তালিকায় নেই
তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা। এর সাথে রাজনীতির কোন যোগ নেই।