রাজ্যে দোসরা মে থেকে গরমের ছুটি শুরু- ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুধু সরকারি স্কুলগুলিতেই নয়, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও এই বিষয়টি মানবিকতার সঙ্গে দেখার আবেদন করেছেন মমতা। তিনি বলেছেন দোসরা মে থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া যায় কীনা, তা ভেবে দেখা হোক।

Parna Sengupta | Published : Apr 27, 2022 11:42 AM IST / Updated: Apr 27 2022, 06:10 PM IST

আগামী দোসরা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে পড়ে যাচ্ছে গরমের ছুটি। বুধবার নবান্নে সাংবাদিকদের সামনে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দোসরা মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে। স্কুল কবে খুলবে অর্থাৎ গরমের ছুটি কবে শেষ হবে, তার তারিখ এখনও জানানো হয়নি। তবে বলা হয়েছে ১৫ থেকে ২০শে জুনের মধ্যে স্কুল ফের খোলা হবে। অতিরিক্ত গরমে যাতে কোনও পড়ুয়া অসুস্থ না হয়ে পড়ে, তার জন্যই এই সিদ্ধান্ত মমতার। 

শুধু সরকারি স্কুলগুলিতেই নয়, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও এই বিষয়টি মানবিকতার সঙ্গে দেখার আবেদন করেছেন মমতা। তিনি বলেছেন দোসরা মে থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া যায় কীনা, তা ভেবে দেখা হোক। অতিরিক্ত গরমে বাচ্চারা বাইরে টিফিন খাচ্ছে, স্কুল থেকে বাড়ি যাতায়াত করছে। তাই তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মমতা। তিনি বলেন তাঁর কাছে তথ্য এসেছে যে স্কুলে যেতে গিয়ে অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়ছে, তাদের নাক থেকে রক্ত বের হচ্ছে। এই মাত্রাতিরিক্ত গরমে পড়ুয়াদের স্কুল আসার বিষয়টি ঝুঁকির হয়ে দাঁড়াচ্ছে। তাই এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটি। এতে ছাত্র ছাত্রীদের অসুস্থতা কিছুটা হলেও এড়ানো যাবে।

Latest Videos

এদিকে, রবিবার কলকাতায় ১৮ বছরের এক তরুণীর মৃত্য়ু হয়েছে। অনিশা আফরিন মণ্ডল নামে তপসিয়ার ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মারা গিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রমজানের উপবাসে সকাল থেকে কিছু খাননি। রোদের মধ্যে রবিবার দুপুরে মায়ের সঙ্গে নিউমার্কেট যান কেনাকাটা করতে। সেখান থেকে বাড়ি ফিরে উপবাস ভেঙে খাওয়া সারেন। তার কিছু পরেই অসুস্থ হয়ে পড়েন আনিশা।হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুর শংসাপত্রে চিকিৎসক মৃত্যু কারণ হিসেবে পেটের সমস্যা, বমি, ডিহাইড্রেশনের এর কথা উল্লেখ করেছেন।

উল্লেখ্য, এমন কালবৈশাখীহীন চৈত্র-বৈশাখ সাম্প্রতিককালে দেখা যায়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধ-বৃহস্পতি দাবদাহের দাপটের সম্ভাবনা রয়েছে। তবে বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই ঝড়-বৃষ্টির জন্য় চাতকের মতো চেয়ে বসে রয়েছে পশ্চিমবঙ্গবাসী। তীব্র তাপপ্রবাহের মাঝেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি হতে পারে। আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, কলকাতা-দিল্লি-সহ সারা দেশে পেট্রোল দাম কী, জানুন কোথায় সেঞ্চুরি হাঁকাবার অপেক্ষায় ডিজেল

আরও পড়ুন, 'বাঁচার সম্ভাবনা কম, ওঁকে মেরে ফেলা হতে পারে,' অনুব্রতকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

আরও পড়ুন, অবশেষে এল বৃষ্টির পূর্বাভাস, কিন্তু তারজন্য এখনও অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News