'কে কার বন্ধু আমি জানব কি করে?' , নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে পার্থ ইস্যুতে দায় ঝাড়লেন মমতা

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রায় তিন দিন পর মুখ খুললেন মমতা বব্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে নজরুল মঞ্চ থেকে  তিনি বলেন তাঁর নামে অপ্রচার চালাচ্ছে বিজেপি আর সিপিআইএম। তিনি আরও বলেন তিনি ও তাঁর দল কোনও কখনই অন্যায়কে সমর্থন করে না। 

Saborni Mitra | Published : Jul 25, 2022 12:11 PM IST

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রায় দুই দিন পর মুখ খুললেন মমতা বব্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে নজরুল মঞ্চ থেকে  তিনি বলেন তাঁর নামে অপ্রচার চালাচ্ছে বিজেপি আর সিপিআইএম। তিনি আরও বলেন তিনি ও তাঁর দল কোনও কখনই অন্যায়কে সমর্থন করে না। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দায় থেকে সম্পূর্ণ হাত ঝেড়ে ফেলেছেন তিনি। বলেছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য নয়। তাঁর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি আরও বলেছেন, পুজো প্যান্ডালে তাঁর ও অর্পিতার ছবি নিয়ে অপ্রচার করা হচ্ছে। তিনি অর্পিতাকে চিনতেন না বলেও দাবি করেছেন। তিনি আরও বলেছেন, 'কে কার বন্ধু আমি জানব কি করে?' 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এক লক্ষ চাকরি দিলে কিছু কাছের মানুষকে চাকরি দেওয়া হয়েই থাকে । এটা সর্বদা হয়। কিন্তু যেভাবে চাকরি দেওয়া নিয়ে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয়। তিনি আরও বলেন তাঁর গায়ে কালি ছেঁটালে তিনি কিন্তু আলকাতরা লাগেতে পারেন। তিনি আরও বলেন বিজেপি ও সিপিএম এদের ভয়ে তিনি ঘরের কোনে বসে পড়বেন না। তিনি আরও বলেন বিচার ব্যবস্থার ওপর এখনও তাঁর আস্থা রয়েছে।  পরেই তিনি বলেন বিজেপি বর্তমানে বিচারব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু তারপরেও তাঁর আস্থা রয়েছে বলেও জানিয়েছেন। 

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারি নিয়ে তিনি বলেন যদি দোষ করে তাহলে শাস্তি পারে। পাশাপাশি তিনি উল্লেখ করে গোটা ঘটনাটা একটা ট্র্যাপও হতে পারে। তবে পার্থকে চিকিৎসার জন্য ভূবনেশ্বর নিয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা বলেন, 'আমার লজ্জা লাগছিল, বলে কি না চিকিৎসার জন্য ওড়িশার এইমস-এ নিয়ে যেতে হবে, What is the intention? মানে কি বাংলাতে কিছু নেই'। তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকারের ছোঁয়ার প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় সংস্থার। আর সেই কারণেই জোকা, কমান্ডো হাসপাতাল ও এইমস-র কথা বলা হয়েছে। মমতা জিজ্ঞাসা করেন'বাংলাতে কী কিছু নেই?' 

Read more Articles on
Share this article
click me!