অবশেষে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল।
অবশেষে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হার ছেলেদের মধ্যে ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের মধ্যে ৮৫.৩০শতাংশ, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মেদিনীপুর, কানিম্পং-এ পাশের হার সবচেয়ে বেশি। গত বছরের থেকে ১২১৮৮ জন বেশি প্রথম বিভাগে পাশ করেছে। ৫৬ টি জায়গা থেকে রেজাল্ট বিতরণ হবে স্কুলগুলিতে। পরীক্ষার ফল বেরোনোর পনেরো দিনের মধ্যে অনলাইনে রিভিউ-এর জন্যে আবেদন জানানো যাবে।
আমরা চোখ বোলাব এবারের মেধাতালিকায়-
এবার প্রথম হয়েছে বীরভূমেরে ছাত্র শোভন মন্ডল। প্রাপ্ত নম্বর ৪৯৮। যুগ্মভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মণ। কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র সে।
মেয়েদের মধ্যে প্রথম সংযুক্তা বোস। ৪৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন সংযুক্তা বোস, তন্ময় মাইকা (মেদিনীপুর), ঋতম নাথ (কৃষ্ণনগর), মহম্মদ মাসুম আখতার (দক্ষিণ চব্বিশ পরগণা), অনাতপমিত্র।
তৃতীয় হয়েছেন বর্নালী ঘোষ, (নবগ্রাম, হুগলি), সুক্রিয় চক্রবর্তী, (বর্ধমান), মৃন্ময় মন্ডল, সুপ্রিয় সিং।
চতুর্থ হয়েছে রাকেশ দে, সাইথিয়া টাউন স্কুল, মহাকাশ রক্ষিত, বাঁকুড়া,অতীচ্ছা সাহা,শ্রমং জানা, হুগলি, কমল দাস, ত্রিবেনী, ও অভিজিত সাহু।
পঞ্চম হয়েছে অভিজিত সাহা, রত্নদীপ সেন, সৌরভ কাবারি, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু ঘোষ, পুষ্পেন্দু খান, অনির্বান খাঁড়া, অর্ক দাস, প্রত্যয় দাস, অত্রি বিশ্বাস।
ষষ্ঠ হয়েছে পল্লব ঘোষ, কিরণ মন্ডল, মোজাম্মেল হক, স্বর্ণঞ্জিত পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সৌম্য সামন্ত ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্ধন,সায়ন বন্দ্যোপাধ্যায়, ময়ূখমালি দাস।
সপ্তম হয়েছে সুনয়ন সরকার, শাহিদা খাতুন, সৈকত বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা শুভ্রশংকর দত্ত, অয়ন মজুমদার, রূপম দে, মৈনাক মান্না, শ্রীজিতা দাস, দেবরূপ সিংহ, সৌতম ভট্টাচার্য।
অষ্টমঃ সৌম্যদীপ পারিয়া, গৌরব সিংহ, কুন্তল দাস নবেন্দু ঘটক, রাতুল সামন্ত, নীলমনি সাহা, সোমা সাহা, সাইনি আলম, সৌমিক সরকার, সোমলগ্না চট্টোপাধ্যায়, সৌমিক সরকার, শ্রেয়া দাস, আদিত্য বসু, কাজি ফৈয়াজ আহামেদ, অভিজিৎ গুপ্ত, মৌলিন্দি
কুণ্ড।
নবম স্থানে রয়েছে- ঈশিতা চট্টোপাধ্যায়, দিশিকা মান্না, সায়ন পান, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরলী, সূর্যতপ সাঁতরা, মৈনাক জানা, অনিকেত ঘোষ, সুমন মাহাতো, সোমলগ্না চট্টোপাধ্যায়, দেবমিত্রা দাস, মানসপ্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী, তৃষিতা হাসান, লক্ষীপ্রিয়া পতি।
দশম- শ্রেয়া সরকার, ধ্রুব নন্দী, অর্পণ বন্দ্যোপাধ্যায়, কমল সাউ, অনন্যা সিংহ, অর্পিতা মৃধা, দেবজ্যোতি মাঝি, সুযশ পাল, অয়নীল নন্দী, মাফুজা খান, অদ্রিদেব মন্ডল, আরজু সুলতানা, ঋতজিৎ সেন।
এবছর মাধ্যমিকের মেধাতালিকা রেকর্ড গড়েছে। প্রথম দশে নাম রয়েছে মোট ১৩৭ জন ছাত্রের।